কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


শত জনকে রক্ত দেয়ার শপথ ৫০ তরুণের

 স্টাফ রিপোর্টার | ২ নভেম্বর ২০১৮, শুক্রবার, ৪:০৪ | স্বাস্থ্য 


শত জনকে স্বেচ্ছায় রক্ত দেয়ার শপথ নিয়েছেন কটিয়াদী রক্তদান সমিতির ৫০জন সদস্য। এছাড়া একজন মরণোত্তর চক্ষুদানের প্রতিশ্রুতি দিয়েছেন। শুক্রবার (২ নভেম্বর) জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরনোত্তর চক্ষুদান দিবস উদযাপন উপলক্ষে কটিয়াদী রক্তদান সমিতির সদস্যরা এই শপথ নেন।

সকালে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস উদযাপনে 'দৃষ্টিতে ফেরায় চক্ষুদান, রক্তদানে বাঁচে প্রাণ' স্লোগান নিয়ে আলোচনা সভার আয়োজন করে কটিয়াদী রক্তদান সমিতি। এছাড়া এ উপলক্ষে শোভাযাত্রাও অনুষ্ঠিত হয়।

সমিতির উপদেষ্টা উপজেলা বন কর্মকর্তা কবি হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহাব আইন উদ্দিন।

সমিতির প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক বদরুল আলম নাঈমের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম গোলাম মোর্শেদ খান, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন, কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাজরীনা তৈয়ব, অধ্যক্ষ একেএম ফজলুল হক জোয়ারদার আলমগীর, সাংবাদিক সৈয়দ সিরাজুল সালেহীন রাহাত, সাংবাদিক সারোয়ার হোসেন শাহীন ও স্বাস্থ্য পরিদর্শক মজিবুর রহমান।

এতে অন্যদের মধ্যে ক্রীড়া সংগঠক সৈয়দ আহসান হাবীব সাধু, স্বাস্থ্য সহকারি মেজবাহ্ উদ্দিন রোমান, রুপক রায়, শফিকুল ইসলাম, নাজিরুল ইসলাম সবুজ, নাজমুল হক অপু, রোবেল মিয়া, তমাল সিং, সাংবাদিক আতিকুর রহমান কাযিন প্রমুখ মাঝে উপস্থিত ছিলেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর