কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


নিকলীতে লায়ন্স-লিও ক্লাবের চক্ষু শিবির এবং শিক্ষা উপকরণ ও শিশু খাদ্য বিতরণ

 খাইরুল মোমেন স্বপন, স্টাফ রিপোর্টার, নিকলী | ৩ নভেম্বর ২০১৮, শনিবার, ৯:০৮ | নিকলী  


নিকলীতে লায়ন্স ও লিও ক্লাব ঢাকা ইম্পেরিয়ালের উদ্যোগে বিনা খরচে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩রা নভেম্বর) সকালে সরকারি নিকলী গোরাচাদ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এই চক্ষু শিবির অনুষ্ঠিত হয়।

সকাল ৮টা হতে বিকাল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত চক্ষু শিবিরে দুই সহস্রাধিক রোগিকে প্রাথমিক চিকিৎসা ও সাড়ে ৬শ’ রোগিকে লেন্সসহ বিনা খরচে ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়।

এ সময় সংগঠনটির পক্ষ থেকে উপজেলার প্রাথমিক পর্যায়ের ৪শ’ শিক্ষার্থির মধ্যে ব্যাগসহ শিক্ষা উপকরণ ও শিশু খাদ্য এবং হতদরিদ্র মহিলাদের ৬টি সেলাই মেশিন ও তিন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।

নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় চক্ষু শিবিরের উদ্বোধন করেন কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আফজাল হোসেন।

এতে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল, ৩১৫এ২ বাংলাদেশ ডিস্ট্রিক গভর্নর লায়ন হাবিবা হাসান-পিএমজেএফ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইপিডিজি লায়ন ড. শরীফুল ইসলাম রিপন-পিএমজেএফ, ১ম ভাইস ডিস্ট্রিক গভর্নর মোহাম্মদ ফখরুদ্দিন-পিএমজেএফ, ২য় ভাইস ডিস্ট্রিক গভর্নর লায়ন মো. শামসুল আলম এবং লায়ন ও এফসিএ দম্পত্তি স্বদেশ রঞ্জন সাহা ও মায়া রাণী সাহা।

অনুষ্ঠানটির সমন্বয়ক ও সহযোগিতায় ছিলেন ঢাকা ইম্পেরিয়াল কলেজের পরিচালক পর্ষদের সদস্য শাহ্ মাসুকুর রহমান।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর