কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


হোসেনপুরে ডিজিটাল উপায়ে সামাজিক নিরাপত্তা ভাতা প্রদানে অবহিতকরণ সভা

 স্টাফ রিপোর্টার | ৫ ডিসেম্বর ২০১৮, বুধবার, ৮:০৫ | হোসেনপুর 


হোসেনপুরে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কার্যক্রম (এসএসএনপি) এর আওতায় উপজেলার আড়াইবাড়িয়া ইউনিয়ন ও পৌরসভার ভাতা সমূহ ডিজিটাল উপায়ে প্রদানের জন্য উপকারভোগীদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ ডিসেম্বর) উপজেলা পরিষদ রুমে এই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

হোসেনপুর উপজেলা সমাজসেবা অফিস আয়োজিত অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমল কুমার ঘোষ।

অবহিতকরণ সভায় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা সারোয়ার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. ইমরুল কায়েস, ইউপি চেয়ারম্যান মো. খুর্শিদ উদ্দিন, উপজেলা সমাজসেবা অফিসার খলিলুর রহমান সরকার প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় সামাজিক নিরাপত্তা বেষ্টনী কার্যক্রম (এসএসএনপি) এর আওতায় ভাতা সমূহ ডিজিটাল উপায়ে প্রদানের জন্য উপকারভোগীদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করা হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর