কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


তাড়াইলে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

 আমিনুল ইসলাম বাবুল | ৯ ডিসেম্বর ২০১৮, রবিবার, ৪:৪৪ | তাড়াইল  


‘আসুন, জাতীয় উন্নয়নের স্বার্থে দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হই’ শ্লোগানকে সামনে রেখে শিক্ষার্থী সমাবেশ, মানববন্ধন, দুর্নীতিবিরোধী গণস্বাক্ষর ও আলোচনা সভার মধ্য দিয়ে তাড়াইলে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি রোববার (৯ ডিসেম্বর) এসব কর্মসূচির আয়োজন করে।

সকালে তাড়াইল উপজেলা পরিষদের সামনে শিক্ষার্থী সমাবেশ, মানববন্ধন ও দুর্নীতিবিরোধী গণস্বাক্ষর অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লুৎফুন নাহার।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা মাওলানা নূর উদ্দিন, সাধারণ সম্পাদক অধ্যাপক মনোরঞ্জন তালুকদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আনিসুজ্জামান খান, তাড়াইল প্রেসক্লাবের সাবেক সভাপতি রবীন্দ্র সরকার, তাড়াইল সরকারি কলেজের প্রভাষক মো. আনোয়ার হোসেন, উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা ফরিদ উদ্দিন, মো.আবুল কালাম ভূঞা প্রমুখ আলোচনায় অংশ নেন।

এ সময় বক্তারা বলেন, আসুন- দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হই। দুর্নীতি একটি দেশের উন্নয়নে অন্তরায়। তাই, প্রত্যেককে দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে। দুর্নীতিকারী ব্যক্তি দেশের শক্র। তাকে বোঝাতে হবে যে, সে খারাপ কাজ করছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর