কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


হোসেনপুরে নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন বিষয়ে কর্মশালা

 মিছবাহ উদ্দিন মানিক | ২৬ ডিসেম্বর ২০১৮, বুধবার, ৫:৪১ | হোসেনপুর 


হোসেনপুরে নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনে পরিবেশ বান্ধব পোল্ট্রি ফার্মিং বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ ডিসেম্বর) উপজেলা প্রাণি সম্পদ দপ্তর হল রুমে জাইকার সহায়তায় ও উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের বাস্তবায়ানে হোসেনপুর উপজেলা পরিষদ এই কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ জাবের।

এতে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম মবিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমল কুমার ঘোষ, জেলা প্রাণি সম্পদ অফিসার ডা. মো. আব্দুল মান্নান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা সারোয়ার, ভেটেনারী সার্জন ডা. লুৎফুর রহমান, জাইকা প্রতিনিধি  মো. শফিকুল ইসলাম খান প্রমুখ।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর