কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


অষ্টগ্রামে নকলমুক্ত পরিবেশে এসএসসি’র প্রথম পরীক্ষা অনুষ্ঠিত

 অজিত দত্ত | ২ ফেব্রুয়ারি ২০১৯, শনিবার, ৮:৫৫ | অষ্টগ্রাম 


শনিবার (২ ফেব্রুয়ারি) বাংলা প্রথম পত্র বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে সারা দেশের ন্যায় অষ্টগ্রাম উপজেলায় এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। সকাল ১০টা থেকে শুরু হয়ে বেলা ১টা পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ছাড়াই সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে বাংলা প্রথম পত্র বিষয়ের পরীক্ষা সুসম্পন্ন হয়।

এবার অষ্টগ্রাম উপজেলার মোট ১০টি স্কুলের ১০৬৩ জন ছাত্র-ছাত্রী এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। এদের মধ্যে ছাত্র সংখ্যা ৫৩৪ আর ছাত্রী সংখ্যা ৫২৯ জন।

ইউনিয়ন ভিত্তিক দু’টি কেন্দ্রের মোট ৪টি ভেন্যুতে পরীক্ষা পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। ভেন্যুগুলো হচ্ছে, অষ্টগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, অষ্টগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়, আব্দুল্লাপুর ইদ্রিস আলী স্কুল এন্ড কলেজ এবং আব্দুল্লাপুর দারুল কোরআন দাখিল মাদ্রাসা।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর