কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পিপলা কান্দি উচ্চ বিদ্যালয়ে ফুল এবং শ্রদ্ধায় শহীদদের স্মরণ

 সাজন আহম্মেদ পাপন | ২১ ফেব্রুয়ারি ২০১৯, বৃহস্পতিবার, ৬:৪৬ | হোসেনপুর 


পৃথিবীতে একটি মাত্র ভাষা বাংলা, যে ভাষায় কথা বলার অধিকারের জন্য প্রাণ দিতে হয়েছে। এর সম্মাননা স্বরূপ ২১ ফেব্রুয়ারি পেয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি। বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) হোসেনপুর উপজেলার পিপলা কান্দি উচ্চ বিদ্যালয় ‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ২০১৯’ উপলক্ষ্যে প্রভাত ফেরী, পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা এবং দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে।

আয়োজিত আলোচনা সভায় বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূর ইসলাম, অন্যান্য শিক্ষকবৃন্দ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।

পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর