কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ভৈরবে পাঁচ চেয়ারম্যান প্রার্থীসহ ১২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

 সোহেল সাশ্রু, ভৈরব | ২৭ ফেব্রুয়ারি ২০১৯, বুধবার, ১২:৫৭ | ভৈরব 


ভৈরব উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের তিনটি পদে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও আনন্দঘন পরিবেশে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় মঙ্গলবার ২৬ (ফেব্রুয়ারি) বিকাল ৫টা পর্যন্ত ভৈরব উপজেলা নির্বাচন অফিসে উপজেলা নির্বাচন অফিসার মো. মাহবুব আলমের নিকট প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন।

চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ভৈরব উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া, স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান মোশতাক আহমেদ বুলবুল, স্বতন্ত্র প্রার্থী ভৈরব উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল মনসুর, স্বতন্ত্র প্রার্থী ভৈরব উপজেলা যুবলীগের আহ্বায়ক অলিউল ইসলাম ও মো. নাজির উদ্দিন।

ভাইস চেয়ারম্যান পদে মোট ৪ জন এর মধ্যে উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সাবেক ইউপি চেয়ারম্যান মো. শহীদুল্লাহ কায়সার, বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আল মামুন, ভৈরব উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. মোশারফ হোসেন ও ইসহাক মিয়া।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এর মধ্যে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আহমেদ, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম ও মোছা. আছমা খাতুন।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী তৃতীয় পর্যায়ের উপজেলা নির্বাচনে ২৬ ফেব্রুয়ারি (মঙ্গলবার) ছিল মনোনয়নপত্র দাখিল, ২৮ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বাছাই, ৭ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এবং ২৪ মার্চ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভৈরব উপজেলার মোট ভোটার সংখ্যা ২ ল ৪০২ জন।

মনোনয়ন পত্র জমা দেয়ার আগে বেলা ১১টায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়ার সমর্থনে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর