কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কুলিয়ারচরে ২০৫৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

 মুহাম্মদ শাহ্ আলম, স্টাফ রিপোর্টার, কুলিয়ারচর | ১২ মার্চ ২০১৯, মঙ্গলবার, ১২:৪৬ | কুলিয়ারচর 


কুলিয়ারচরে ২ হাজার ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ফাইজ উদ্দিন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাদক ব্যবসায়ী ফাইজ উদ্দিন উপজেলার আগরপুর হারিয়া কান্দা গ্রামের মৃত আব্দুল হামিদ মাস্টারের ছেলে।

এদিকে পৃথক অভিযানে মো. সবুজ মিয়া (৩৫) নামে অস্ত্র মামলার এক আসামি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। সবুজ মিয়া উপজেলার পশ্চিম গোবরিয়া (ফকির পাড়া) গ্রামের আব্দুল হামিদের ছেলে।

জানা যায়, গত রোববার (১০ মার্চ) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে মাদক উদ্ধারের  বিশেষ অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই তালুকদারের নেতৃত্বে এসআই মুহাম্মদ আজিজুল হক ও এসআই আজাহারুল হক সহ থানার বেশ কয়েকজন অফিসার আগরপুর হারিয়া কান্দা গ্রামে পৌঁছে ২ হাজার ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ফাইজ উদ্দিনকে গ্রেপ্তার করেন।

অপরদিকে সোমবার (১১ মার্চ) সকাল ৮টার দিকে কুলিয়ারচর থানার এএসআই আব্দুর রহমানের নেতৃত্বে পুলিশ উপজেলার দশ কাহুনিয়া আশ্রয়ন কেন্দ্র থেকে অস্ত্র মামলার ওয়ারেন্টভুক্ত আসামী সবুজ মিয়াকে আটক করে। সবুজ মিয়ার নামে কুলিয়ারচর থানায় অস্ত্র আইনের ১৯ (চ) ধারায় একটি মামলা রয়েছে। মামলা নং- ৭ (৩) ০৬।

কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই তালুকদার বলেন, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর