কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


নববর্ষে সিলেটে কিশোরগঞ্জবাসীর মিলনমেলা

 স্টাফ রিপোর্টার | ১৪ এপ্রিল ২০১৯, রবিবার, ৮:০৬ | রকমারি 


দেশ জুড়ে নানা আনন্দ আয়োজনে পালিত হচ্ছে পহেলা বৈশাখ। বাংলা নববর্ষ ১৪২৬ কে বরণ করে নেয়া হচ্ছে প্রাণের উচ্ছ্বাসে। এ উপলক্ষে নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখে সিলেটে বসবাসরত কিশোরগঞ্জবাসী মিলিত হয়েছেন এক অনুপম মিলনমেলায়।

রোববার (১৪ এপ্রিল) বিকালে সিলেট প্রেসক্লাবের তৃতীয় তলায় কিশোরগঞ্জ জেলা সমিতি, সিলেট এর আয়োজনে এই মিলন মেলা অনুষ্ঠিত হয়।

বৈশাখী এই মিলন মেলায় নানা আয়োজনের পাশাপাশি ছিল আলোচনা সভা। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা সমিতি সিলেট এর সভাপতি প্রফেসর ড. মোজাম্মেল।

এতে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ জেলা সমিতি সিলেট এর সিনিয়র সহ-সভাপতি প্রফেসর মোঃ জামালুর রহমান, সহ-সভাপতি মোঃ লুৎফুর রহমান, শেখ আক্তারুজ্জামান, সাধারণ সম্পাদক মোঃ সাইফুল আলম পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফিক, মোঃ আহসান উল্লাহ তরুন, সাংগঠনিক সম্পাদক সোহাগ ইবনে নূর, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদুজ্জামান মাসুদ, দপ্তর সম্পাদক মোঃ মোজাহিদুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন খান, সমাজ কল্যাণ সম্পাদক আয়াজ আলম ভূঁইয়া, শিক্ষা বিষয়ক সম্পাদক আতাউর রহমান মিলন, প্রচার সম্পাদক হাবিবুর রহমান, সহ-প্রচার সম্পাদক মোঃ নূরে আলম আল আমিন, সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ শিহাব চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদক তানজিনা, সদস্য, মোঃ নুরুজ্জামান, হানিফ মিয়া, হাবিবুর রহমান, কিশোরগঞ্জ থেকে আমন্ত্রিত অতিথি সাংবাদিক মোঃ এস. হোসেন আকাশ প্রমুখ।

আলোচনা সভার আগে সমিতির সদস্য পরিবারের শিশুদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এছাড়া সমিতির সদস্য পরিবারের পুরুষ-মহিলারা পৃথক খেলাধুলায় অংশ নেন।

সিলেট শহরে অবস্থানরত কিশোরগঞ্জ জেলার ৩৫ জন সদস্য নিয়ে গত ৬ই মার্চ কিশোরগঞ্জ জেলা সমিতি, সিলেট এর যাত্রা শুরু হয়। দুই বছরের জন্য গঠিত বর্তমান কমিটির আয়োজনে এবারই প্রথম সমিতির সদস্যরা বৈশাখী উৎসবের মিলন মেলায় মিলিত হয়েছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর