কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


বাজিতপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু

 বাজিতপুর সংবাদদাতা | ১৫ মে ২০১৯, বুধবার, ৮:৫৬ | বাজিতপুর 


বাজিতপুরে ট্রান্সফর্মারের ঝুলন্ত তার ঠিক করতে গিয়ে আব্দুর রাজ্জাক মিয়া (৩৫) নামে এক ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ মে) সকাল ৮টার দিকে উপজেলার সরারচর বাজারে উছমান গণি মডেল কলেজের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত আব্দুর রাজ্জাক মিয়া উপজেলার দক্ষিণ সরারচর গ্রামের মৃত বাদল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সরারচর বাজারে উছমান গণি মডেল কলেজের সামনের ট্রান্সফর্মারটি নষ্ট হওয়ায় আব্দুর রাজ্জাক মিয়া সেটি ঠিক করতে যায়। এ সময় সরারচর বিপিডিপি কন্ট্রোল রোমের কর্তব্যরত কর্মচারীগণ তাকে না জানিয়ে বিদ্যুৎ সঞ্চালন লাইন দিয়ে দেয়। ফলে আব্দুর রাজ্জাক মিয়া ট্রান্সফর্মারের তারের শক খেয়ে নিচে পরে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে তার লাশ উদ্ধার করে দুপুরে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

বাজিতপুর থানার ওসি খলিলুর রহমান পাটোয়ারী জানান, দুর্ঘটনা কবলিত বিদ্যুৎ কর্মীর লাশ কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে বাজিতপুর থানায় একটি অপমৃত্যু মামলা রজু হয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর