কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় আন্ত:স্কুল বিতর্ক কর্মশালা

 সাখাওয়াত হোসেন হৃদয় | ১৮ ফেব্রুয়ারি ২০১৮, রবিবার, ৮:১০ | শিক্ষা  


গ্রামীণ পর্যায় থেকে জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত বিভিন্ন বিতর্ক প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করার লক্ষে পাকুন্দিয়ায় দুই দিনব্যাপী ইউটি-বিডি এডুকেশন আন্ত:স্কুল বিতর্ক কর্মশালা রোববার শুরু হয়েছে।

আসিয়া বারি ডিবেট এন্ড কমিউনিকেশন ক্লাব এর আয়োজনে এবং ইউনাইটেড ট্রাস্ট এর পৃষ্ঠপোষকতায় উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের আসিয়া বারি আদর্শ বিদ্যালয়ে এই কর্মশালার আয়োজন করা হয়েছে।

কর্মশালার উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনাইটেড ট্রাস্ট এর একাডেমিক এডভাইজার প্রফেসর ফজলে ইলাহী।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম. হুমায়ুন কবীর এর সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে হাজী জাফর আলী কলেজের প্রভাষক আতাউর রহমান সোহেল, আসিয়া বারি আদর্শ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম প্রমুখ বক্তব্য রাখেন।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে রয়েছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডিবেট ক্লাবের সাবেক সভাপতি রাইসা তাবাসসুম ও বর্তমান সভাপতি শুভদীপ দাস।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর