কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


হোসেনপুরে মাংসের দুই দোকানসহ তিন দোকানকে জরিমানা

 মো. জাকির হোসেন, স্টাফ রিপোর্টার, হোসেনপুর | ৩ জুন ২০১৯, সোমবার, ৯:২৫ | হোসেনপুর 


হোসেনপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ এবং পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইনে মাংসের দুই দোকানসহ তিন ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৩ জুন) বিকালে পৌর এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হোসেনপুর উপজেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান।

ভ্রাম্যমাণ আদালতের এই অভিযানে মো. আসাদ মিয়ার মাংসের দোকান ও আজিজ মিয়ার মাংসের দোকানকে পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা এবং নূরুল হকের কলার দোকানকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ জাবের ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।

ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনাকালে হোসেনপুর উপজেলার সহকারী কমিশনার  ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান মাংসের দাম প্রতি কেজি ৫২৫ টাকা নির্ধারণ করে ব্যবসায়ীদের এ ব্যাপারে সর্তক থাকার নির্দেশ দেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর