কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কটিয়াদীতে দুর্বৃত্তের আগুনে নিহত রাজনের দাফন, সাবেক চেয়ারম্যানসহ গ্রেপ্তার ২

 রফিকুল হায়দার টিটু, স্টাফ রিপোর্টার, কটিয়াদী | ১২ জুন ২০১৯, বুধবার, ১২:৪৯ | কটিয়াদী 


কটিয়াদীতে দুর্বৃত্তদের আগুনে দগ্ধ হয়ে মারা যাওয়া আব্দুর রহিম রাজন (২৭) এর দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১১ জুন) সকালে কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় ও শেষ জানাজা শেষে পৌর সদর দরগাহ জামে মসজিদ সংলগ্ন সরকারি কবরস্থানে দাফন করা হয়।

এর আগে সোমবার (১০ জুন) রাতে ঢাকার কাকরাইল মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। গত ১৯ মে রাতে দুর্বৃত্তদের আগুনে গুরুতর দগ্ধ হওয়ার পর ২২ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে সোমবার (১০ জুন) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আব্দুর রহিম রাজন।

মঙ্গলবার (১১ জুন) সকালে কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় ও শেষ জানাজার আগে কটিয়াদী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবদুল ওয়াহাব আইন উদ্দিন, সাবেক উপজেলা চেয়ারম্যান লায়ন মো. আলী আকবর, রাজনের মামা মাহমুদুর রশিদ নয়ন প্রমুখ বক্তব্য রাখেন।

জানাজা পড়ান কাকরাইল মসজিদের সাদ পন্থি কমিটির পররাষ্ট্র বিষয়ক সম্পাদক মাওলানা মুফতি আবদুল্লাহ।

জানাজার নামাজে জেলার বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা ছুটে আসেন এবং তাকে শেষ বারের মত একনজর দেখার জন্য ভিড় করেন।

এদিকে সোমবার (১০ জুন) দুপুরের পর রাজনের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে পুলিশ তৎপর হয়ে উঠে। সন্ধ্যায় বনগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমানসহ দুই জনকে পুলিশ গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া অপর জনের নাম কাউছার। মঙ্গলবার (১১ জুন) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এর আগে ঘটনার পর অগ্নিদগ্ধ রাজনের ভাষ্যমতে গত ২১ মে সুহেল ও সুমন নামে দুইজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড আবেদন করা হলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করে।

কটিয়াদী থানার ওসি আবুশামা মো. ইকবাল হায়াত বলেন, রাজন মৃত্যুর পূর্বে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় কিশোরগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশিকুর রহমানের নিকট জবানবন্দি দিলে তা রেকর্ড করা হয়। সে মোতাবেক গ্রেপ্তার অভিযান চলছে।

তিনি আরও বলেন, আমরা সঠিক নিয়মে কার্যক্রম চালিয়ে যাচ্ছি। অপরাধীরা ছাড় পাবে না।

এ সংক্রান্ত পূর্ববর্তী সংবাদ: পুড়িয়ে দেওয়ার ২২ দিন পর মারা গেছেন কটিয়াদীর রাজন


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর