কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কুলিয়ারচরে পৌর কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

 মুহাম্মদ শাহ্ আলম, স্টাফ রিপোর্টার, কুলিয়ারচর | ১ জুলাই ২০১৯, সোমবার, ৯:৩১ | কুলিয়ারচর 


শতভাগ সরকারি বেতন-ভাতা ও পেনশন সুবিধার দাবিতে সারাদেশের ন্যায় কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা পূর্ণদিবস কর্মবিরতি ও অবস্থান কর্মসুচি পালন করেছেন।

সোমবার (১ জুলাই) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কুলিয়ারচর পৌর কার্যালয় প্রাঙ্গণে কর্মবিরতি দিয়ে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়।

কর্মবিরতি চলাকালীন সময়ে পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন এর পক্ষ থেকে রাষ্ট্রীয় কোষাগার থেকে শতভাগ বেতন-ভাতা চালু, পেনশন প্রথা চালু এবং জনপ্রতিনিধিদের সম্মানিভাতার দাবি জানানো হয়।

এ সময় পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন এর সভাপতি পৌর সচিব কারার দিদারুল মতিন, সাধারণ সম্পাদক উচ্চমান সহকারী  মিনহাজুল ইসলামসহ পৌরসভার বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীগণ  উপস্থিত ছিলেন।

আন্দোলনকারীরা জানান, আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২ জুলাই) কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলার সকল পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা ঐক্যবদ্ধ হয়ে অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি পালন করবেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর