কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


হোসেনপুরে মডেল মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন

 মিছবাহ উদ্দিন মানিক | ২২ জুলাই ২০১৯, সোমবার, ৯:৩৪ | হোসেনপুর 


হোসেনপুরে মডেল মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২২ জুলাই) দুপুরে উপজেলার পুরাতন কোর্ট বিল্ডিং এলাকায় মডেল মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করেন কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্লাহ আল মাসউদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, উপজেলা নির্বাহী কর্মকর্তা কমল কুমার ঘোষ, হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোনাহর আলী, কিশোরগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. বাহাদুর আলী, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক, হোসেনপুর পৌরসভার মেয়র আব্দুল কাইয়ুম খোকন, হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মো. মোস্তাফিজুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান মোবারেজ, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শামসুল ইসলাম খান মাসুম, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি এম এ হালিম, হোসেনপুর প্রেসক্লাবের সভাপতি প্রদীপ কুমার সরকার, উপজেলা কৃষকলীগ সভাপতি আক্তার হোসেন দুলাল, শ্রমিকলীগ সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা রাকিবুল হাকিম তানিম, উপজেলা ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ আল আমীন অপু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাজমুস সাকিব প্রমুখ উপস্থিত ছিলেন।

৫৬০ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র শীর্ষক প্রকল্পের আওতায় ১৩ কোটি ৩৯ লাখ টাকা ব্যয়ে হোসেনপুরে এই মডেল মসজিদ নির্মাণ কাজ বাস্তবায়ন করছে কিশোরগঞ্জ গণপূর্ত বিভাগ।

পরে উপজেলা পরিষদ চত্বরে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করেন ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি এমপি।

এর আগে তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর