কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ঈদে ২শ’ পরিবারের মুখে হাসি ফোটালো ‘আমাদের জন্মভূমি কিশোরগঞ্জ’ পরিবার

 স্টাফ রিপোর্টার | ১০ আগস্ট ২০১৯, শনিবার, ৯:১৭ | রকমারি 


জনপ্রিয় ফেসবুক গ্রুপ ‘আমাদের জন্মভূমি কিশোরগঞ্জ’ এর উদ্যোগে দুস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (১০ আগস্ট) বিকালে আনুষ্ঠানিকভাবে এই ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করা হয়।

তাড়াইল উপজেলা পরিষদ মিলনায়তনে ঈদ সামগ্রী বিতরণের মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু করা হয়। পরে ধলা বাজার এলাকায় ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

তাড়াইল থানার ওসি মো. মুজিবুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় শাহজালাল ইসলামী ব্যাংক প্রধান কার্যালয়ের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার এডিএ ফিরোজ কামাল, কিশোরগঞ্জ শহরের আরজত আতরজান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক লুৎফুন্নেছা চিনু প্রমুখ ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রমে অংশ নেন।

‘আমাদের-জন্মভূমি-কিশোরগঞ্জ’ গ্রুপের এডমিন দ্বীন ইসলাম এর সার্বিক ব্যবস্থাপনায় এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

ঈদের আগে তেল, ডাল, লবণ, পেঁয়াজ, রসুন, আদা ও মসলা উপহার হিসেবে পেয়ে দুস্থ ও হতদরিদ্র নারী-পুরুষেরা ঈদের আনন্দে পুলকিত হন।

ঈদ সামগ্রী বিতরণে সহযোগিতা করেন দানবীর অ্যাডভোকেট হামিদুল আলম চৌধুরী নিউটন, কিশোরগঞ্জ শহরের আরজত আতরজান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক লুৎফুন্নেছা চিনু, অ্যামেরিকা প্রবাসী হিরণ ভূঁইয়া ও মাইলস্টোন স্কুলের এডমিন আফরোজা হেলেন।

গ্রুপটির পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর