কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


দেশসেরা ইউএনও নির্বাচিত হলেন কুলিয়ারচরের ড. উর্মি বিনতে সালাম

 মুহাম্মদ শাহ আলম, স্টাফ রিপোর্টার, কুলিয়ারচর | ২৭ ফেব্রুয়ারি ২০১৮, মঙ্গলবার, ৪:৫৫ | কুলিয়ারচর 


প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদানের জন্য কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ড. উর্মি বিনতে সালাম সারা দেশের মধ্যে শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হয়েছেন। সোমবার (২৬ ফেব্রুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মো. সাবের হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়েছে।

প্রাথমিক শিক্ষায় অবদান রাখা দেশসেরা ইউএনও হিসেবে আগামী ৬ মার্চ বিকাল ৩টায় রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ড. উর্মি বিনতে সালামকে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক দেয়া হবে।

এদিকে কুলিয়ারচর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ড. উর্মি বিনতে সালাম সারা দেশের মধ্যে শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হওয়ার খবর জানাজানি হওয়ার পর থেকে অভিনন্দনের জোয়ারে সিক্ত হচ্ছেন ড. উর্মি বিনতে সালাম। উপজেলা প্রশসানের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপজেলা নির্বাহী অফিসার ড. উর্মি বিনতে সালামকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেছেন।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি)  দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা পরিষদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও সাংবাদিকদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার ড. উর্মি বিনতে সালামকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল মিলাত, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও জেলা পরিষদের  সদস্য মো. জিল্লুর রহমান,  মুক্তিযোদ্ধা মো.  সিরাজুল ইসলাম আবিরাজ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর