কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


হোসেনপুরে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

 মো. জাকির হোসেন, স্টাফ রিপোর্টার, হোসেনপুর | ১৮ সেপ্টেম্বর ২০১৯, বুধবার, ৮:৩৭ | হোসেনপুর 


কিশোরগঞ্জের হোসেনপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মহি উদ্দিন। বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকালে তাঁর দপ্তরে উপজেলার সাংবাদিকদের নিয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মহি উদ্দিন বলেন, তথ্য প্রযুক্তির এই যুগে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। কেননা সাংবাদিকরা হলেন সমাজের দর্পণ। এখানে পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের সব ধরনের সহযোগিতা করা হবে।

ইউএনও শেখ মহি উদ্দিন সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা সজাগ থাকলে সবাই সোজা হয়ে হয়ে যাবে, কেউ দুর্নীতির সুযোগ পাবে না। আমার দপ্তরে কেউ দুর্নীতি করলে তাঁকেও ছাড় দেওয়া হবে না, তবে তাঁকে আত্মপক্ষ সর্মথনের সুযোগ দেওয়া হবে।

পরে উপজেলার সাংবাদিকদের দাবির প্রশ্নে তিনি সকলকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য যা করার তা করবেন ও প্রেসক্লাবের জন্য একটি নির্দিষ্ট কক্ষের ব্যবস্থা করার আশ্বাস দেন।

মতবিনিময় সভা উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা ছাড়াও হোসেনপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওয়াহিদুজ্জামান উপস্থিত ছিলেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর