কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


অষ্টগ্রামে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে দক্ষতা প্রশিক্ষণ

 অজিত দত্ত, অষ্টগ্রাম | ২৬ সেপ্টেম্বর ২০১৯, বৃহস্পতিবার, ৬:৪৬ | অষ্টগ্রাম 


গ্রাম বাংলার ঐতিহ্যের বিভিন্ন শ্রেণিপেশার কর্মজীবী মানুষগুলো আজ বিজ্ঞান ও প্রযুক্তির আধুনিকতার কারণে দিন দিন পেশার প্রতি আগ্রহ হারাচ্ছে। বিলুপ্ত হয়ে যাচ্ছে বিভিন্ন পেশা। গ্রামে-গঞ্জে বিভিন্ন এলাকায় একসময় মাটির তৈরি নিত্যদিনের পণ্য সামগ্রী যেমন তালা বাসন, কলস, হাড়ি পাতিল তৈরি করতেন কুমার, লোহার তৈরি দা, কোড়াল, কোদাল সহ কৃষিজাত ব্যবহৃত অসংখ্য গৃহস্থালী সামগ্রী তৈরিতে ব্যস্ত সময় পার করতেন কর্মকার। এছাড়া চুলকাটার নরসুন্দর, জুতোর কাজের জন্য রবিদাস সম্প্রদায়, বেত বাশঁ দিয়ে তৈরি নানা রকমের কুটিরশিল্পের মালী সম্প্রদায় এখন সচরাচর চোখে পরে না।

এসব বিলুপ্তপ্রায় পেশার মানুষদের পুনরায় তাদের পেশায় ফিরিয়ে আনতে এবং তাদের কর্মস্থলে কাজ করার সুযোগ বা উৎসাহ যোগানে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে প্রত্যেক উপজেলায় প্রশিক্ষণসহ সরকারি অনুদান ও সুদমুক্ত ঋণ দেয়া হচ্ছে।

অষ্টগ্রামে তেমনি একটি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা হলরুমে অনুষ্ঠিত তিন দিনব্যাপী এই প্রশিক্ষণে উপজেলার ৮টি ইউনিয়নের ৩৮জন প্রশিক্ষণার্থী অংশ নেয়। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ছিল প্রশিক্ষণের সমাপনী দিন।

এর আগে গত মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) উপজেলা সমাজসেবা কর্তৃক ‘বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় সফট স্কিলস প্রশিক্ষণের শূভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আশরাফুল আলম।

এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেযারম্যান মানিক কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান লতীফা হক রত্না, উপজেলা সমাজসেবা অফিসার মহিবুল্লা হক, আইসিটি অফিসার আনোয়ার হোসেন, উপজেলা প্রকোশলী (বিএডিসি) রৌওকন জাহান, উপজেলা রিসোর্স সেন্টার অফিসার মোজাম্মেল হক, সাংবাদিক অজিত দত্ত প্রমূখ।

উপজেলা সমাজসেবা অফিসার মহিবুল্লা হক জানান, এ প্রশিক্ষণ পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে চলতে থাকবে। প্রশিক্ষণ শেষে কিশোরগঞ্জ জেলার সমাজসেবার উপ-পরিচালক কামরুজ্জামান খান দশ জনকে তিন লক্ষ টাকা সুদমুক্ত ঋণ এবং একজন প্রতিবন্ধী ব্যক্তিকে ২৫ হাজার টাকা অনুদান প্রদান করেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর