কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


হোসেনপুরে স’মিল মালিক কারাগারে

 মিছবাহ উদ্দিন মানিক | ২৯ অক্টোবর ২০১৯, মঙ্গলবার, ৮:৪১ | হোসেনপুর 


কিশোরগঞ্জের হোসেনপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে লাইসেন্স ছাড়া অবৈধভাবে স’মিল পরিচালনার অপরাধে আবদুস ছামাদ (৪০) নামে এক ব্যক্তিকে দুই মাসের জেল এবং দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ওয়াহিদুজ্জামান উপজেলার ধূলিহর এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। স’মিল মালিক আবদুস সামাদ ধূলিহর এলাকার ইমান আলীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) ওয়াহিদুজ্জামান জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলার ধূলিহর এলাকায় অভিযান চালানো হয়।

এসময় করাতকল (লাইসেন্স) বিধিমালা ২০১২ অনুযায়ী অবৈধভাবে করাতকল/ স'মিল ব্যবসা পরিচালনা করার দায়ে স’মিলের মালিক আবদুস ছামাদকে দুই মাসের বিনাশ্রম জেল এবং দুই হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে সাজা দেয়ার পর আবদুস ছামাদকে কারাগারে পাঠানোর জন্য পুলিশে সোপর্দ করা হয়।

এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে বলেও সহকারী কমিশনার (ভূমি) ওয়াহিদুজ্জামান জানিয়েছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর