কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


স্বর্ণপদক পেয়েছেন গজারিয়া ইউপি চেয়ারম্যান গোলাম সারোয়ার

 ভৈরব সংবাদদাতা | ৭ মে ২০১৮, সোমবার, ১:০৩ | ভৈরব 


বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম (বিইউপিএফ) কর্তৃক এলজিএসপিতে কিশোরগঞ্জ জেলায় এ গ্রেড ধারী সফল ও শ্রেষ্ঠ চেয়ারম্যান ভৈরব উপজেলার গজারিয়া ইউপি চেয়ারম্যান কাজী গোলাম সারোয়ার স্বর্ণপদকসহ সংবর্ধিত হয়েছেন৷ সম্প্রতি ঢাকার একটি অভিজাত হোটেলে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম  বিইউপিএফ কর্তৃক আয়োজিত এলজিএসপিতে ‘এ’ গ্রেডধারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের স্বর্ণপদক ও আজীবন সদস্য ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে তার হাতে স্বর্ণপদক ও ক্রেস্ট তুলে দেয়া হয়।

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম বিইউপিএফের সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যানদের হাতে পদক তুলে দেন অনুষ্ঠানের  প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা নূরুজ্জামান  আহম্মেদ এমপি৷

এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. আ আ ম স আরেফীন সিদ্দিক, সংসদ সদস্য রুহুল আমিন, দৈনিক সমকালের উপ সম্পাদক আবু সাইয়িদ, গণমাধ্যম ব্যক্তিত্ব জার্নালিজম ট্রেনিং এন্ড রিচার্স ইনস্টিটিউট এর প্রধান নির্বাহী জামিল আহম্মেদ এবং দৈনিক নবচেতনার সম্পাদক ও প্রকাশক শাখাওয়াত হোসেন।

গজারিয়া ইউপি চেয়ারম্যান কাজী গোলাম সারোয়ার কিশোরগঞ্জ জেলায় ‘এ’ গ্রেডধারী শ্রেষ্ঠ চেয়ারম্যান দুইজনের মধ্যে একজন। তিনি ভৈরব উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য, সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। কাজী গোলাম সারোয়ার গজারিয়া ইউনিয়নের মানিকদী পূর্বকান্দা গ্রামের সাবেক চেয়ারম্যান মরহুম কাজী মফিজ উদ্দিনের সুযোগ্য সন্তান।

পদক পেয়ে ইউপি চেয়ারম্যান কাজী গোলাম সারোয়ার জানান, তার এ পদক গজারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে জীবনবাজী রেখে তার জন্য কাজ করা প্রতিটি মানুষের পরিশ্রমের ফসল৷তিনি গজারিয়া ইউনিয়নবাসীর প্রতি কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি ধন্যবাদ জানান ইউনিয়ন পরিষদ ফোরাম, ভৈরব উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগকে, যাদের সহযোগিতায় তিনি এলাকার উন্নয়নে ক্ষুদ্র ভূমিকা রাখতে পারছেন৷

উল্লেখ্য, বিগত ইউনিয়ন পরিষদের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে কাজী গোলাম সারোয়ার নির্বাচিত হন৷


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর