কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


মিঠামইনে নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

 বিজয় কর রতন, মিঠামইন | ১০ নভেম্বর ২০২১, বুধবার, ৮:২০ | মিঠামইন 


কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঘাগড়া আঃ গণি উচ্চ বিদ্যালয়ে ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ নভেম্বর) দুপুরে এ বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আছিয়া আলম।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলামের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে ঘাগড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোসলেহ উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ বোরহান উদ্দিন চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান মো. মুখলেছুর রহমান ভূঁইয়া, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. আয়ূব আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক মো. বাচ্চু মিয়া, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মো. সিদ্দিক মিয়া, প্রাঙ্গন ছাত্র ব্যারিস্টার আশরাফ চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।

বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে তুর্কি আক্তার, ইমরান, সালমা আক্তার, রুমান আহমেদ সুপো, তাসনুভা, তোফায়েল আহমেদ, নাদিম ভূইয়া প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের শিক্ষক সোহরাব উদ্দিন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে কেক কাটেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আছিয়া আলম।

প্রধান শিক্ষক সাইফুল ইসলাম জানান, এ বছর ১৪০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণের কথা রয়েছে।

বিদায় অনুষ্ঠান শেষে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে নবনির্মিত ৪তলা ভিত্তি বিশিষ্ট ভবনের নির্মিত একতলা একডেমিক ভবনের উদ্বোধন করেন প্রধান অতিথি আলহাজ্ব আছিয়া আলম।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর