নাগেরগ্রাম সমাজ কল্যাণ সংগঠনের বর্ষপূতিতে ভিন্নধর্মী মানবিক উদ্যোগ

স্টাফ রিপোর্টার | কটিয়াদী
জুলাই ১৩, ২০২৫
নাগেরগ্রাম সমাজ কল্যাণ সংগঠনের বর্ষপূতিতে ভিন্নধর্মী মানবিক উদ্যোগ

ভিন্নধর্মী এক মানবিক উদ্যোগের মধ্য দিয়ে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার নাগেরগ্রাম সমাজ কল্যাণ সংগঠনের ৪ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। এলাকাবাসীর দুঃখ-কষ্ট লাঘবকে সামনে রেখে সংগঠনটি কৃষক, শ্রমিক, রাখাল ও পথচারীদের সুবিধার্থে পুরুষ বঁদিয়া বন্দে দুইটি টিউবওয়েল স্থাপন করেছে।

এই উদ্যোগের উদ্বোধন করেন সংগঠনের প্রবীণ উপদেষ্টা ও সমাজসেবক মো. মজিবুর রহমান মজলু মুন্সী।

এ সময় সংগঠনের উপদেষ্টা সাফেল মাহমুদ, মো. নূরুল আমীন ভূঁইয়া, মোয়াজ্জেম হোসেন, ফজলুর রহমান, লাইছু মিয়া, ফেরদৌস আহমেদ মনা, শাহীন মিয়া ও ক্যাশিয়ার মো. নাজমুল ইসলাম রানা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে সংগঠনের উপদেষ্টা মো. নূরুল আমীন ভূঁইয়া বলেন, আজকের সমাজে একে অপরের পাশে দাঁড়ানো, মানুষের দুঃখ-কষ্ট বুঝে এগিয়ে আসার মানসিকতা হারিয়ে যাচ্ছে। কিন্তু নাগেরগ্রাম সমাজ কল্যাণ সংগঠন সেই হারিয়ে যাওয়া মূল্যবোধকে আবার জাগিয়ে তুলছে।

এ সংগঠনের কার্যক্রম শুধু মানবিকতা নয়, সামাজিক সচেতনতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। আমরা চাই— এই চিন্তাধারা যেন প্রতিটি এলাকায় ছড়িয়ে পড়ে। তরুণ প্রজন্মের এমন উদ্যোগকে আমি আন্তরিকভাবে সাধুবাদ জানাই।

সংগঠনের সভাপতি সাব্বির রহমান মিঠু বলেন, সমাজের মানুষের জন্য কাজ করাই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, পরিবর্তন আনতে বড় কিছু নয়, ছোট ছোট ভালো কাজই যথেষ্ট। আমাদের এই ৪ বছর ছিল জনসেবার এক নিরন্তর যাত্রা।

সংগঠনের সাধারণ সম্পাদক বকুল ইসলাম বলেন, নাগেরগ্রাম সমাজ কল্যাণ সংগঠন কোনো রাজনৈতিক ব্যানারের সংগঠন নয়। এটি একটি সম্পূর্ণ স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম— যা সমাজের অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও আমরা এই মানবিক কাজ আরও বিস্তৃতভাবে চালিয়ে যাব।

সহ-ক্যাশিয়ার সাদেক হোসেন খোকা বলেন, আমরা যারা সংগঠনের সঙ্গে জড়িত, তারা সবাই চেয়েছি— এই গ্রামের মানুষ যেন কষ্ট না পায়। আমাদের ক্ষুদ্র সামর্থ্য দিয়ে যদি একজন মানুষও উপকৃত হয়, সেটাই আমাদের সফলতা। ভবিষ্যতে আরও বেশি সমাজসেবামূলক প্রকল্প হাতে নেওয়ার পরিকল্পনা রয়েছে। বিশুদ্ধ পানি, শিক্ষার প্রসার ও চিকিৎসাসেবার ক্ষেত্রেই আমরা অগ্রাধিকার দিতে চাই।

এই প্রকল্পে একজন নিরলস শ্রমিকের ভূমিকা পালন করেছেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আল আমিন আহমেদ। টিউবওয়েল স্থাপন কাজের শুরু থেকে শেষ পর্যন্ত মাঠে সরাসরি উপস্থিত থেকে তিনি নিজ হাতে শ্রম দিয়ে প্রকল্প বাস্তবায়নে অগ্রণী ভূমিকা রাখেন।

তিনি বলেন, আমি মনে করি, সংগঠনের দায়িত্ব কেবল দাপ্তরিক কাজ নয়— প্রয়োজনে মাঠে নেমে বাস্তব কাজ করাটাই প্রকৃত নেতৃত্ব। মানুষের কষ্ট লাঘব করতে হলে শুধু সিদ্ধান্ত নয়, কাজেও নামতে হয়। টিউবওয়েল স্থাপন কাজের প্রতিটি ধাপে পাশে থাকার সুযোগ পেয়ে আমি গর্বিত।