কবি, প্রাবন্ধিক ও লোকসংস্কৃতি গবেষক মহিবুর রহিম আর নেই

স্টাফ রিপোর্টার | রকমারি
জুলাই ১৭, ২০২৫
কবি, প্রাবন্ধিক ও লোকসংস্কৃতি গবেষক মহিবুর রহিম আর নেই

কবি, প্রাবন্ধিক ও লোকসংস্কৃতি গবেষক মহিবুর রহিম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার (১৬ জুলাই) দিবাগত মধ্যরাতে ব্রাহ্মণবাড়িয়া সদরের কাউতলীর বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও উচ্চরক্তচাপ জনিত অসুস্থতায় ভুগছিলেন।

তার ঘনিষ্টজন কবি কাজী বর্ণাঢ্য জানিয়েছেন, মহিবুর রহিম বুধবার (১৬ জুলাই) রাতে হঠাৎ বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়েন। তিনি দীর্ঘ দিন ধরে ডায়াবেটিস ও উচ্চরক্তচাপ জনিত অসুস্থতায় ভুগছিলেন।

তার স্ত্রী ও তিন ছেলে রয়েছে। এক ছেলে অস্ট্রেলিয়া প্রবাসী।

মহিবুর রহিমের প্রথম জানাজা তার কর্মস্থল ব্রাহ্মণবাড়িয়ার চিনাইর ডিগ্রী কলেজ প্রাঙ্গণে বৃহস্পতিবার (১৭ জুলাই) বেলা ১১টায় অনুষ্ঠিত হয়।

পরে মহিবুর রহিমের লাশ তার জন্মস্থান কিশোরগঞ্জের নিকলী উপজেলার ছাতিরচর গ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানে বাদ আসর দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

মহিবুর রহিম ছিলেন বাংলা একাডেমির জীবন সদস্য। কবি আল মাহমুদের সাহিত্যের বিশ্লেষক হিসেবেও খ্যাতি ছিলো তার।

পেশাগত জীবনে আমৃত্যু ব্রাহ্মণবাড়িয়ার চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন। তবে সবকিছু ছাপিয়ে মহিবুর রহিম মূলত একজন কবি।

নব্বইয়ের শুরু থেকেই একজন স্বকীয় ধারার শক্তিমান কবি হিসেবে আত্মপ্রকাশ ঘটে তার। এসময়ে মহিবুর রহিমের কবিতা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন কবি সৈয়দ আলী আহসান, শামসুর রাহমান, আল মাহমুদ, আবদুল মান্নান সৈয়দ ও মুহম্মদ নূরুল হুদাসহ অনেকে।

কবি মহিবুর রহিমের জন্ম ১৫ জানুয়ারি ১৯৭৩ সালে হাওর অঞ্চল বলে পরিচিত কিশোরগঞ্জের নিকলী উপজেলার ছাতিরচর গ্রামে। পিতা মরহুম আমজাদ হোসেন, মাতা কমলা খাতুন।

১৯৮২ সালে নিজ গ্রামে বই পড়া আন্দোলনের মাধ্যমে তার বই ও সংস্কৃতির জগতে প্রবেশ। শৈশবেই কবিতা লেখার হাতেখড়ি। পড়াশোনাও করেছেন সাহিত্য বিষয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর।

১৯৯৭ সালে বাংলা একাডেমি তরুণ লেখক প্রকল্পে প্রশিক্ষণ গ্রহণ করেন। তার প্রকাশিত গ্রন্থ: 'অতিরিক্ত চোখ', 'হে অন্ধ তামস', 'অনাবাদি কবিতা', 'দুঃখগুলো অনাদির বীজপত্র', 'সবুজ শ্যামল মন', 'শিমুল রোদে রঙিন দিন', 'হৃদয়ে আমার কোন মন্দা নেই', 'হাওর বাংলা', 'নরসুন্দা নদীর দেশে' এবং 'ভাটি বাংলার লোকভাষা ও লোকসাহিত্য' প্রভৃতি।

মৌলিক সাহিত্যচর্চার স্বীকৃতি স্বরূপ মহিবুর রহিম 'প্রজ্ঞা' শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি পদক', 'স্মৃতি'৫২ সম্মাননা', 'রকি সাহিত্য পদক ২০১১', 'মেঠোপথ সাহিত্য পদক-২০১৩', 'শহীদ সৈয়দ নজরুল ইসলাম সাহিত্য পদক-২০১৪' ও 'সুকুমার রায় সাহিত্য পুরস্কার ও সম্মাননা ২০১৮' লাভ করেন।

কবি মহিবুর রহমানের মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য ও কিশোরগঞ্জ জেলার আমীর অধ্যাপক মো. রমজান আলী, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ইসলামিক থটের (আইআইআইটি) কান্ট্রি ডিরেক্টর ও আইইউটির ভিজিটিং প্রফেসর ড. এম আব্দুল আজিজ, কিশোরগঞ্জ সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলাম, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আল আমিন, কিশোরগঞ্জের শিখর সাহিত্য সংসদের সভাপতি জহির সাদাত, নিকলী উপজেলা বিএনপির সভাপতি বদরুল মোমেন মিঠু, কবি তাজ ইসলাম প্রমুখ।

রকমারি'র অন্যান্য খবর

সর্বশেষ