কিশোরগঞ্জের ৩টি আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণা

স্টাফ রিপোর্টার | রাজনীতি
জুলাই ১৫, ২০২৫
কিশোরগঞ্জের ৩টি আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণা

আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য কিশোরগঞ্জ জেলার ৬টি আসনের মধ্যে ৩টি আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। রবিবার (১৩ জুলাই) কেন্দ্র থেকে পাঠানো এক চিঠিতে বিষয়টি জানানো হয়েছে।

চূড়ান্ত হওয়া তিনটি আসন হচ্ছে, কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ-১, করিমগঞ্জ ও তাড়াইল উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ-৩ এবং ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ-৪ আসন।

এর মধ্যে কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে মনোনয়ন পেয়েছেন জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাবেক কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি প্রফেসর হাফেজ মাওলানা আজিজুর রহমান জার্মানি।

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে মনোনয়ন পেয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি প্রভাষক হাফেজ মাওলানা মো. আলমগীর হোসাইন তালুকদার।

এছাড়া কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ ইসলামী আইনজীবী পরিষদের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মো. বিল্লাল আহমেদ মজুমদার।

বিষয়টি নিশ্চিত করে ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি প্রভাষক হাফেজ মাওলানা মো. আলমগীর হোসাইন তালুকদার জানান, জেলার ৬টি আসনের জন্য প্রার্থী মনোনয়ন দিয়ে কেন্দ্রে পাঠানো হয়েছিলো। এর মধ্যে তিনটি আসনের প্রার্থী ঘোষণা করা হয়েছে। বাকি তিনটি আসনের ব্যাপারে কেন্দ্র পরবর্তীতে সিদ্ধান্ত নেবে।

রাজনীতি'র অন্যান্য খবর

জুলাই শহীদ দিবসে কিশোরগঞ্জে গণঅধিকার পরিষদের গণপদযাত্রা

জুলাই শহীদ দিবসে কিশোরগঞ্জে গণঅধিকার পরিষদের গণপদযাত্রা

স্বৈরাচারের দোসর, দাগি, সন্ত্রাসী ও বিতর্কিত ব্যক্তি বিএনপি’র সদস্য হতে পারবে না: শরীফুল আলম

স্বৈরাচারের দোসর, দাগি, সন্ত্রাসী ও বিতর্কিত ব্যক্তি বিএনপি’র সদস্য হতে পারবে না: শরীফুল আলম

বিচারের আগে জাতীয় পার্টিকে কোনো কর্মকাণ্ড করতে দিবে না দেশের মানুষ: আবু হানিফ

বিচারের আগে জাতীয় পার্টিকে কোনো কর্মকাণ্ড করতে দিবে না দেশের মানুষ: আবু হানিফ

জুলাইয়ের অর্জনকে কুক্ষিগত করতে দেওয়া হবে না: শরীফুল আলম

জুলাইয়ের অর্জনকে কুক্ষিগত করতে দেওয়া হবে না: শরীফুল আলম

ঢাকায় ইসলামী আন্দোলনের মহাসমাবেশে কিশোরগঞ্জ থেকে যোগ দিবেন ১৫ হাজার কর্মী-সমর্থক

ঢাকায় ইসলামী আন্দোলনের মহাসমাবেশে কিশোরগঞ্জ থেকে যোগ দিবেন ১৫ হাজার কর্মী-সমর্থক

‘দেশকে বিপদমুক্ত, মানুষকে ভীতিমুক্ত করতে হলে নির্বাচন অবশ্যম্ভাবী’

‘দেশকে বিপদমুক্ত, মানুষকে ভীতিমুক্ত  করতে হলে নির্বাচন অবশ্যম্ভাবী’

গণঅধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার নতুন কমিটি, সভাপতি শফিক, সম্পাদক অভি

গণঅধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার নতুন কমিটি, সভাপতি শফিক, সম্পাদক অভি

নব্য চাঁদাবাজ-দখলদারদের আওয়ামী লীগের পতন থেকে শিক্ষা নেওয়া উচিত: আবু হানিফ

নব্য চাঁদাবাজ-দখলদারদের আওয়ামী লীগের পতন থেকে শিক্ষা নেওয়া উচিত: আবু হানিফ

সর্বশেষ