তাড়াইল-করিমগঞ্জে হাতপাখার প্রার্থী আলমগীর হোসাইনের মোটরসাইকেল শোডাউন

স্টাফ রিপোর্টার | রাজনীতি
ডিসেম্বর ১০, ২০২৫
তাড়াইল-করিমগঞ্জে হাতপাখার প্রার্থী আলমগীর হোসাইনের মোটরসাইকেল শোডাউন

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী ও দলটির জেলা সভাপতি হাফেজ মাওলানা প্রভাষক আলমগীর হোসাইন তালুকদারের সমর্থনে তাড়াইল ও করিমগঞ্জে মোটরসাইকেল শোডাউন হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) সকাল ৯টায় তাড়াইল উপজেলার তালজাঙ্গা বাজার খেলার মাঠ থেকে মোটরসাইকেল শোডাউনটি শুরু করা হয়। এতে কয়েকশত মোটর সাইকেলে করে নেতাকর্মীরা শোডাউনে অংশ নেন।

মোটরসাইকেল শোডাউনটি তাড়াইল ও করিমগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। টানা ৮ ঘন্টার মোটরসাইকেল শোডাউনটি বিকাল ৫টায় করিমগঞ্জ উপজেলার বালিখোলায় গিয়ে শেষ হয়।

ছাদখোলা গাড়িতে করে মোটরসাইকেল শোডাউনে নেতৃত্ব দেন হাতপাখা প্রতীকের প্রার্থী হাফেজ মাওলানা প্রভাষক আলমগীর হোসাইন তালুকদার।

ইসলামী আন্দোলন বাংলাদেশ করিমগঞ্জ উপজেলা সভাপতি রফিকুল ইসলাম ভূঁইয়া, তাড়াইল উপজেলা সভাপতি মাওলানা এনামুল হক (বড় হুজুর) এবং দুই উপজেলার নেতাকর্মীদের অংশগ্রহণে মোটরসাইকেল শোডাউনে নেতাকর্মীরা হাতপাখা নিয়ে অংশ নেন।

মোটরসাইকেল শোডাউনটি দুই উপজেলার সাধারণ মানুষ ও পথচারীদের দৃষ্টি কাড়ে।

রাজনীতি'র অন্যান্য খবর

সর্বশেষ