কিশোরগঞ্জে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে জেলা সরকারি গণগ্রন্থাগারের উদ্যোগে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টায় জেলা সরকারি গণগ্রন্থাগারে এ প্রতিযোগিতা শুরু হয়।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন গণগ্রন্থাগার অধিদপ্তরের তত্ত্বাবধানে আয়োজিত প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা স্তরের শিক্ষার্থী ও সাধারণ পাঠক অংশগ্রহণ করেন।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় তৃতীয় থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা “আমার চোখে মুক্তিযুদ্ধ” বিষয়কে কেন্দ্র করে তাদের সৃজনশীলতা তুলে ধরেন।
শিশু থেকে দ্বিতীয় শ্রেণি ও বিশেষ-প্রতিবন্ধী বিভাগ উন্মুক্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
রচনা প্রতিযোগিতায় পঞ্চম–অষ্টম শ্রেণিতে “মহান বিজয় দিবসের প্রেক্ষাপট ও গুরুত্ব”, নবম–দ্বাদশ শ্রেণিতে “স্বাধীনতার স্বপ্ন ও বর্তমান বাস্তবতা” এবং স্নাতক-স্নাতকোত্তর ও সর্বসাধারণ পর্যায়ে “মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি: কারণ ও প্রতিকার” বিষয়ে রচনা লিখেন প্রতিযোগীরা।
জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান আজিজুল হক সুমন জানান, নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়া এবং সৃজনশীল মেধা বিকাশের লক্ষ্যে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি জানান, প্রতিযোগিতা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। বিজয়ীদের নাম পরবর্তীতে ঘোষণা করা হবে ও বিজয়ীদের অভিভাবকদের ফোন করে জানানো হবে। এছাড়া বিজয়ীদের তালিকা অফিসিয়াল ফেসবুক পেইজ ”জেলা সরকারি গণগ্রন্থাগার কিশোরগঞ্জ” এ আপলোড করা হবে।