জোটের নামে জাপার আওয়ামী দোসরদের ঐক্যবদ্ধ করার চেষ্টা সফল হতে দিবো না: আবু হানিফ

স্টাফ রিপোর্টার | রাজনীতি
ডিসেম্বর ১, ২০২৫
জোটের নামে জাপার আওয়ামী দোসরদের ঐক্যবদ্ধ করার চেষ্টা সফল হতে দিবো না: আবু হানিফ

কিশোরগঞ্জ-১ (সদর- হোসেনপুর) আসনে গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী দলের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেছেন, গণহত্যাকারী দল আওয়ামী লীগের সাথে যারা ছিল, বিশেষ করে জাতীয় পার্টি এবং ১৪ দল, তাদেরকেও বিচারের মুখোমুখি করতে হবে। কিন্তু আমরা গত দু'দিন যাবৎ জাতীয় পার্টির এবং আওয়ামী লীগের দোসরদের যে অপতৎপরতা দেখতে পাচ্ছি, তারা জোটের নামে মূলত আওয়ামী লীগকে পুনর্বাসনের যে প্রকল্প নিয়েছে, তারা নতুন করে নির্বাচনকে বানচাল করার জন্য এক ধরনের চেষ্টা করে যাচ্ছে। তরুণদের নেতৃত্বে আমরা এই আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি এবং ১৪ দলকে কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দিব না। তারা জোটের নামে আওয়ামী লীগকে পুনর্বাসনের যে চেষ্টা করছে, সেটা কখনো সফল হতে দিবে না। জোটের নামে জাপার আওয়ামী দোসরদের ঐক্যবদ্ধ করার চেষ্টা সফল হতে দিবো না।

সোমবার (১ ডিসেম্বর) বিকালে হোসেনপুর উপজেলার চরপুমদী বাজারে গণসংযোগ করার সময় আবু হানিফ এসব কথা বলেন।

তিনি বলেন, ২০২১ সালে গণঅধিকার পরিষদের যাত্রার পরেই আমরা বলেছিলাম যে, আমরা ৩০০ আসনে নির্বাচন করবো এবং সেই লক্ষ্যে আমরা জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। আবু হানিফ বলেন, বিগত সময় শেখ হাসিনার ফ্যাসিবাদী আমলেও আমরা গণঅধিকার পরিষদ রাজপথে সোচ্চার ভূমিকা পালন করেছি। আমাদের কিশোরগঞ্জেও যারা নেতৃবৃন্দ ছিল, তারাও সোচ্চার ভূমিকা পালন করেছে। জুলাই গণঅভ্যুত্থানের পরে অনেক রাজনৈতিক দলের বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ ছিল- কারো চাঁদাবাজি, কারো দখলদারি, কারো নানান ধরনের সরকারি অফিস-আদালত দখল। কিন্তু গণঅধিকার পরিষদ এক মাত্র রাজনৈতিক দল, যেই দলের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। আমরা মানুষের কাছে এই বার্তাটুকু দিতে চাই, গণঅধিকার পরিষদ একটি ক্লিন ইমেজের রাজনৈতিক দল। এই দলকে আগামীতে নির্বাচনে ভোট দিলে এই দলের নেতারা সংসদে গেলে জনগণের জন্য কাজ করবে, কখনো লুটপাট করবে না, দুর্নীতি করবে না, চাঁদাবাজি করবে না।

আবু হানিফ আরো বলেন, আজকে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে ট্রাক প্রতীকে  কিশোরগঞ্জ-১ আসনের চরপুমদী বাজারে আমরা গণসংযোগ করেছি। এখানে জনগণের ভালো সাড়া পেয়েছি। জনগণ মানুষ পরিবর্তন চায়। কারণ বিগত সময় যাদেরকে মানুষ ভোট দিয়েছে, তারাই মানুষের সাথে প্রতারণা করেছে। যে দল ক্ষমতায় গেছে তখন তারা লুটপাট, চাঁদাবাজি, দখলদারি কিংবা অর্থ পাচার করেছে। সুতরাং মানুষও চায় যেন তরুণদেরকে এবং নতুন নেতৃত্বকে আগামী সংসদ নির্বাচনে ভোট দিতে। ইনশাআল্লাহ আশা করি যে, আগামীতে যদি নির্বাচন সুষ্ঠু হয় এবং মানুষ ভোট দিতে পারে, আমাদেরকে বেছে নিবে।

গণসংযোগ করার সময় আবু হানিফের সঙ্গে দলের নেতাকর্মীরা অংশ নেন।

রাজনীতি'র অন্যান্য খবর

সর্বশেষ