কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ভৈরবে দুই সদস্য প্রার্থীর সমান ভোট, লটারিতে বিজয়ী জাকির

 স্টাফ রিপোর্টার | ১৮ অক্টোবর ২০২২, মঙ্গলবার, ১২:০৮ | বিশেষ সংবাদ 


কিশোরগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে সাধারণ আসনের সদস্য পদে ১২নং ওয়ার্ডে (ভৈরব) প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী সমান ভোট পেয়েছেন। ফলে জেলা পরিষদ বিধি মোতাবেক লটারিতে জয়–পরাজয় নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় কিশোরগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে লটারির মাধ্যমে ফলাফল নির্ধারণ করা হয়। লটারিতে বিজয়ী হন মো. জাকির হোসেন (তালা প্রতীক)।

রিটার্নিং অফিসার জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার), জেলা নির্বাচন অফিসার মো. আশ্রাফুল আলম, সদর উপজেলা নির্বাচন অফিসার মো. শিহাব উদ্দিনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে পাওয়া তথ্যে জানা গেছে, সোমবার (১৭ অক্টোবর) অনুষ্ঠিত নির্বাচনে কাইসার আহম্মেদ ভূঞা (ঘুড়ি) ও মো. জাকির হোসেন (তালা) উভয়ে সমানসংখ্যক ৫১ ভোট পেয়েছেন।

পরে মঙ্গলবার (১৮ অক্টোবর) নির্বাচনী নিয়ম ও বিধি মোতাবেক লটারির মাধ্যমে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ভৈরব উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ভোটার ১১১ জন। সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টায় উপজেলা পরিষদের সভাকক্ষে ভোটগ্রহণ শুরু হয়, চলে দুপুর ২টা পর্যন্ত। নির্বাচনে ১০৮ জন ভোটার ভোট প্রদান করেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর