কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পাঠাগারে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপিত

 স্টাফ রিপোর্টার | ৫ ফেব্রুয়ারি ২০২৩, রবিবার, ১১:১০ | কিশোরগঞ্জ সদর 


জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৩ উপলক্ষ্যে ‘স্মার্ট গ্রন্থাগার-স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে আলোচনা সভা, বই পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান করেছে মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পাঠাগার।

রোববার (৫ ফেব্রুয়ারি) বিকালে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাঠাগারের প্রতিষ্ঠাতা আমিনুল হক সাদী।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা সরকারি গণগ্রন্থাগারের সহকারী পরিচালক মো. আজিজুল হক সুমন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিআরডিবির সাবেক পরিচালক বীর মুক্তিযোদ্ধা মো. নিজাম উদ্দিন, জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা ইউনিটের সভাপতি মো. রেজাউল হাবীব রেজা, ভোরের আলো সাহিত্য আসরের সভাপতি মো. আজিজুর রহমান, কিশোরগঞ্জ হোমিওপ্যাথিক ফোরামের সভাপতি এমএ হালিম তালুকদার, বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার সমিতি কিশোরগঞ্জ সদর শাখার সাধারণ সম্পাদক মো. সামছুজ্জামান ও পাকুন্দিয়ার মাস্টার সাফী উদ্দিন গণগ্রন্থাগারের সভাপতি এবিএম শরীফুল ইসলাম।

এতে বক্তব্য রাখেন মহিনন্দ ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য মো. কামাল উদ্দিন, ডিসি অফিসের সাবেক স্টাফ মো. মঞ্জিউল আলম, নারীনেত্রী মৌসুমী আক্তার, মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পাঠাগারের জমিদাতা মো. নুরুল হক, কোষাধ্যক্ষ তোফাজ্জল হোসেন মানিক, সদস্য মো. ফিরোজ উদ্দিন ভুইয়া, মো. সাব্বির আহমেদ রবিন, হৃদয় মিয়া, মাহমুদ আহমেদ রাফি প্রমুখ।

পরে অতিথিবৃন্দ বই পাঠ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

এ সময় পাঠাগারের সদস্যগণ ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর