বর্ণাঢ্য শোভাযাত্রা, ফ্রি ডেন্টাল চেকআপ ও সেমিনারের মধ্য দিয়ে কিশোরগঞ্জে ডেন্টিস্ট ডে উদযাপিত হয়েছে। বুধবার (৬ মার্চ) বাংলাদেশ ডেন্টাল সোসাইটি কিশোরগঞ্জ জেলা শাখা এসব কর্মসূচির আয়োজন করে।
সকালে বাংলাদেশ ডেন্টাল সোসাইটি কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল প্রাঙ্গণ থেকে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রায় সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম, জেলা বিএমএ সাধারণ সম্পাদক ডা. এম এ ওয়াহাব বাদল, বাংলাদেশ ডেন্টাল সোসাইটি কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ডা. সন্দীপ দত্ত রায়, সাংগঠনিক সম্পাদক ডা. ফারুক আহমেদ প্রমুখ নেতৃত্ব দেন।
পরে সদরের লতিফপুর উচ্চ বিদ্যালয়ে ফ্রি ডেন্টাল চেকআপ অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের চার শতাধিক শিক্ষার্থীকে ডেন্টাল চিকিৎসা সেবা প্রদান করা হয়।
এছাড়া দুপুরে শহরের উজানভাটি রেস্টুরেন্ট মিলনায়তনে সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের ডেন্টাল সার্জন ডা. মো. মাহবুবুর রহমান।
এ সময় জেলা বিএমএ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. মাহবুব ইকবাল, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ জহিরুল হক, পরিচালক ডা. মো. হেলাল উদ্দিন, সহকারী পরিচালক ডা. নাসিরুজ্জামান এবং বাংলাদেশ ডেন্টাল সোসাইটি কিশোরগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন পর্যায়ের চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।