জবি ছাত্রীর আত্মহত্যার প্ররোচনা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্রীর আত্মহত্যার প্ররোচনার ঘটনায় কিশোরগঞ্জে প্রতিবাদ সমাবেশ করেছে মহিলা পরিষদ। বাংলাদেশ মহিলা পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার আয়োজনে বুধবার (২০ মার্চ) গুরুদয়াল সরকারি কলেজ মাঠে জেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বেলা ১১টায় প্রতিবাদ সমাবেশ শুরু হয়। ঘন্টাব্যাপী এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি এডভোকেট মায়া ভৌমিক।
প্রতিবাদ সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক আতিয়া হোসেন।
এতে জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক বিলকিছ বেগম, সাংগঠনিক সম্পাদক জাহানারা ইসলাম, অর্থ সম্পাদক এডভোকেট প্রতিভা শীল, লিগ্যাল এইড সম্পাদক হাসিনা হায়দার চামেলী, প্রশিক্ষণ সম্পাদক তাহমিনা ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক সাজিদা ইয়াছমিন, প্রচার সম্পাদক এডভোকেট শংকরী সাহা, সদস্য এডভোকেট হামিদা বেগম, সালমা হক ও মাহফুজা আরা পলক প্রমুখ বক্তব্য রাখেন।
জেলা শাখার ভারপ্রাপ্ত আন্দোলন সম্পাদক কামরুন্নাহার এর সঞ্চালনায় কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন কুষ্টিয়া বিশ^বিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার মিজানুর রহমান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি রাবেয়া আক্তার খাতুন, জেলা গণতন্ত্রী পার্টির সহ-সভাপতি এনামুল হক চৌধুরী, সাংবাদিক মোস্তফা কামাল, জাতীয় মহিলা সংস্থার সদস্য শাহীন সুলতানা ইতি প্রমুখ।
বক্তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র রায়হান সিদ্দিকী আম্মান ও সহকারী প্রক্টর দীন ইসলাম কর্তৃক একই বিভাগের ছাত্রী ফাইরুজ অবন্তিকার আত্মহত্যার প্ররোচনার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শান্তির দাবি জানান। একই সঙ্গে তারা যৌন নিপীড়ন ও হয়রানিমুক্ত শিক্ষাঙ্গন নিশ্চিত করার দাবি জানিয়েছেন।