কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


লাখো মুসল্লির আমিন আমিন ধ্বনিতে শেষ হল তালিমী জলছা

 সাখাওয়াত হোসেন হৃদয় | ২১ ফেব্রুয়ারি ২০২৩, মঙ্গলবার, ৫:৪০ | ইসলাম 


কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় লাখো মুসল্লির আমিন আমিন ধ্বনিতে শেষ হল দুই দিনব্যাপী দেশবরেণ্য আলেম পীরে কামেল আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল হালীম হুছাইনী (র.) প্রতিষ্ঠিত তারাকান্দি জামিআ হুছাইনীয়াহ আছআদুল কওমী ইউনিভার্সিটি ময়দানে খতমে বুখারী শরীফ উপলক্ষে বার্ষিক ইছলাহী ও তালিমী জলছা।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এ বছরের মতো শেষ হয় এ জলছা। মুসলিম উম্মাহর মঙ্গল ও শান্তি কামনায় মোনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা মো. জসিম উদ্দিন।

এর আগে গত রোববার (১৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হয় এ ইছলাহী জলছার বয়ান। এতে দেশ বরেণ্য প্রখ্যাত আলেমগণ বয়ান পেশ করেন। আশপাশসহ দূর-দুরান্তের লাখো মানুষ এতে উপস্থিত হন।

তারাকান্দি জামিআ হুছাইনীয়াহ আছআদুল কওমী ইউনিভার্সিটির অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা রশিদ আহমাদ জাহাঙ্গীর হুছাইনী জানান, প্রতি বছরের ন্যায় এবারও বার্ষিক ইছলাহী জলছায় লাখো মানুষের আগমন ঘটে।

সুষ্ঠু ও সুন্দরভাবে মাহফিল শেষ হওয়ায় দায়িত্বে নিয়োজিত সকল স্বেচ্ছাসেবকসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

উল্লেখ্য, প্রয়াত পীরে কামেল আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল হালীম হুছাইনী (র:) এ অঞ্চলের প্রখ্যাত একজন আলেম ছিলেন। আজও মানুষ গভীর শ্রদ্ধার সাথে তাঁকে স্মরণ করেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর