কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে ৫৩ লাখ গাছের চারা বিতরণ করছে গ্রামীণ ব্যাংক

 স্টাফ রিপোর্টার | ২০ জুন ২০২৩, মঙ্গলবার, ৩:০৫ | বিশেষ সংবাদ 


দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কিশোরগঞ্জে ৫২ লাখ ৯৫ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করছে গ্রামীণ ব্যাংক। গ্রামীণ ব্যাংকের কিশোরগঞ্জ যোনের ৭১টি শাখার মাধ্যমে নারী সদস্যদের মাঝে এসব গাছের চারা বিতরণ করা হচ্ছে।

এর মধ্যে মঙ্গলবার (২০ জুন) ৮ লাখ ৪২ হাজার গাছের চারা বিতরণ করা হয়।

এ উপলক্ষ্যে সকালে জেলার হোসেনপুর উপজেলার পুমদী শাখায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন গ্রামীণ ব্যাংক কিশোরগঞ্জ যোনের যোনাল ম্যানেজার মো. হুমায়ুন কবীর।

গাছের চারা বিতরণ অনুষ্ঠানে পুমদী শাখার ব্যবস্থাপক মো. আনোয়ার হোসাইন এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তৃতায় গ্রামীণ ব্যাংক কিশোরগঞ্জ যোনের যোনাল ম্যানেজার মো. হুমায়ুন কবীর বলেন, সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে গ্রামীণ ব্যাংক প্রতিবছরই বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করে থাকে। এর ধারাবাহিকতায় এবার সারা বাংলাদেশে ২০ কোটি গাছের চারা বিতরণ করা হচ্ছে।

এর মধ্যে কিশোরগঞ্জ যোনের ৭১টি শাখার মাধ্যমে নারী সদস্যদের মাঝে ৫২ লাখ ৯৫ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করছে গ্রামীণ ব্যাংক।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর