কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


অষ্টগ্রামে গাঁজার চালানসহ নারী মাদক ব্যবসায়ী আটক

 স্টাফ রিপোর্টার | ২৫ জুলাই ২০২৩, মঙ্গলবার, ৫:৩৯ | অষ্টগ্রাম 


কিশোরগঞ্জের অষ্টগ্রামে ৫ কেজি ৭শ’ গ্রাম গাঁজার একটি চালানসহ মোছা. মালা আক্তার (৪০) নামে একজন নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সে ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার নান্দাইল চৌরাস্তা বাঁশহাটির মৃত আবুল কাশেমের স্ত্রী।

মঙ্গলবার (২৫ জুলাই) বিকাল সোয়া ৩টার দিকে উপজেলার দক্ষিণ বাঙ্গালপাড়া গ্রামে সরকারি এলএসডি খাদ্য গুদামের সংলগ্ন রাস্তায় অষ্টগ্রাম থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে এসব গাঁজাসহ তাকে আটক করে।

অষ্টগ্রাম থানার ওসি মোহাম্মদ মুর্শেদ জামান বিপিএম এর নির্দেশনায় এসআই হানিফ সরকার, এএসআই মো. নূর আলম, কনস্টেবল মো. আতিকুল ইসলাম শাওন ও নারী কনস্টেবল জান্নাতুল আরা সেতু এ অভিযান পরিচালনা করেন।

অষ্টগ্রাম থানার ওসি মোহাম্মদ মুর্শেদ জামান বিপিএম বিষয়টি নিশ্চিত করে জানান, মোছা. মালা আক্তার একজন মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন এলাকায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছে।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৫ জুলাই) বিকাল সোয়া ৩টার দিকে অষ্টগ্রাম থানা পুলিশের একটি টিম উপজেলার দক্ষিণ বাঙ্গালপাড়া গ্রামে সরকারি এলএসডি খাদ্য গুদামের সংলগ্ন রাস্তায় অভিযান পরিচালনা করে।

অভিযানে ৫ কেজি ৭শ’ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোছা. মালা আক্তারকে আটক করা হয়।

এ ব্যাপারে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অষ্টগ্রাম থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর