কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


হাওরে নিখোঁজের ৪২ ঘন্টা পর পর্যটকের মরদেহ উদ্ধার

 বিজয় কর রতন, মিঠামইন | ১৩ আগস্ট ২০২৩, রবিবার, ২:৩৩ | বিশেষ সংবাদ 


কিশোরগঞ্জের মিঠামইন হাওরে ঘুরতে এসে ট্রলার থেকে পানিতে পড়ে নিখোঁজের ৪২ ঘন্টা পর অন্তর চক্রবর্তী (৩২) নামে এক পর্যটকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিদল। রবিবার (১৩ আগস্ট) সকাল সোয়া নয়টার দিকে মিঠামইন হাওরে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত পর্যটক অন্তর চক্রবর্তী ঝালকাঠি সদর উপজেলার কাঠপট্টি এলাকার উত্তম চক্রবর্তীর ছেলে। তিনি বাংলাদেশ যুব ইউনিয়ন জাতীয় কমিটির সদস্য ও ঢাকা উত্তরের তথ্য ও গবেষণা সম্পাদক ছিলেন এবং রাজধানীর মহাখালী এলাকায় একটি প্রাইভেট কোম্পানিতে হিসাবরক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আবুজর গিফারী এসব তথ্য নিশ্চিত করেছেন।

গত শুক্রবার (১১ আগস্ট) দুপুরে নিহত অন্তর চক্রবর্তীর পরিবারের সদস্য ও আত্মীয় স্বজন মিলে ১০ জন জেলার নিকলী বেড়িবাঁধ থেকে একটি ট্রলারে করে মিঠামইন হাওরে ঘুরতে বের হন। তাদের মধ্যে ৫ জন মহিলা, তিনজন পুরুষ ও দুইজন শিশু ছিলেন।

দুপুর আড়াইটার দিকে হাওরের ঘোড়াউত্রা নদীর মাঝে ট্রলারে বসেই গোসল করছিলেন অন্তর চক্রবর্তী। হঠাৎ পা পিছলে পানিতে পড়ে নিখোঁজ হন তিনি।

খবর পেয়ে কিশোরগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের ৫ সদস্যের একটি ডুবুরি দল উদ্ধার অভিযানে নামে।

যুব ইউনিয়ন নেতা অন্তর চক্রবর্তীর এমন মর্মান্তিক মৃত্যুতে কিশোরগঞ্জ জেলা সিপিবি’র পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর