কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে ইউনানী মেডিকেল এসোসিয়েশনের সম্মেলন অনুষ্ঠিত

 স্টাফ রিপোর্টার | ২৬ জুলাই ২০১৯, শুক্রবার, ৫:২২ | বিশেষ সংবাদ 


বাংলাদেশ ইউনানী মেডিকেল এসোসিয়েশনের কিশোরগঞ্জ জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (২৬ জুলাই) জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান। সকালে সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ ইউনানী মেডিকেল এসোসিয়েশনের মহাসচিব হাকীম আ.খ. মাহবুবুর রহমান সাকী।

বাংলাদেশ ইউনানী মেডিকেল এসোসিয়েশনের কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি হাকীম মো. ফখরুল আলমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সাংবাদিক ও লেখক মু আ লতিফ, বাংলাদেশ ইউনানী মেডিকেল এসোসিয়েশনে যুগ্ম-মহাসচিব হাকীম মো. রেজাউল করিম এবং সাংগঠনিক সম্পাদক হাকীম মো. মাহবুবুর রহমান সুজন।

এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হামদর্দ ল্যাবরেটরীজ ওয়াকফ্ বাংলাদেশ এর কিশোরগঞ্জ জোনাল ম্যানেজার মো. খোরশেদ আলম, বাংলাদেশ ইউনানী মেডিকেল এসোসিয়েশনের কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক হাকীম আজিজুর রহমান মোল্লা পলাশ, কিশোরগঞ্জ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সোসাইটির সভাপতি মো. শফিকুল আলম খোকন ও সাধারণ সম্পাদক মো. নূরুল ইসলাম লিটন।

সম্মেলনে সম্পাদকীয় প্রতিবেদন উপস্থাপন করেন বাংলাদেশ ইউনানী মেডিকেল এসোসিয়েশনের কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক হাকীম খায়রুল ইসলাম ভূইয়া।

সম্মেলনের প্রধান অতিথি সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমানকে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। সম্মেলনে কিশোরগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা থেকে ইউনানী চিকিৎসকগণ অংশ নেন।

পরে সর্বসম্মতিক্রমে বাংলাদেশ ইউনানী মেডিকেল এসোসিয়েশনের মহাসচিব হাকীম আ.খ. মাহবুবুর রহমান সাকী আগামী দুই বছরের জন্য কিশোরগঞ্জ জেলা শাখার নতুন কমিটির সভাপতি হিসেবে হাকীম মো. ফখরুল আলম এবং সাধারণ সম্পাদক হিসেবে হাকীম খায়রুল ইসলাম ভূইয়ার নাম ঘোষণা করেন।

নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে ১৯ সদস্যবিশিষ্ট কমিটিকে পূর্ণাঙ্গ করার দায়িত্ব দেয়া হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর