কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে কালেক্টরেট কর্মচারীদের যৌক্তিক দাবি পূরণের আশ্বাস দিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

 স্টাফ রিপোর্টার | ১৩ সেপ্টেম্বর ২০১৯, শুক্রবার, ৩:৫৭ | বিশেষ সংবাদ 


কিশোরগঞ্জ কালেক্টরেট ৩য় শ্রেণি কর্মচারী ক্লাব ভবনের দ্বিতীয় তলা নির্মাণ কাজের উদ্বোধন করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে তিনি আনুষ্ঠানিকভাবে নির্মাণ কাজের ফলক উন্মোচন করেন। পরে তিনি ক্লাব ভবনে শুভেচ্ছা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী।

শুভেচ্ছা ও মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন কিশোরগঞ্জ কালেক্টরেট ৩য় শ্রেণি কর্মচারী ক্লাব সভাপতি মো. শফিকুর রহমান তুষার। ক্লাবের সাধারণ সম্পাদক শরীফ আহমদ এর সঞ্চালনায় সভায় কর্মচারীদের যৌক্তিক দাবি তুলে ধরে বক্তব্য রাখেন বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক হাসান মাহমুদ।

প্রধান অতিথির বক্তৃতায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছেন। বর্তমানে কর্মযজ্ঞ ব্যাপক বৃদ্ধি পেয়েছে। মাঠ পর্যায়ে কর্মকতাণ্ড গতিশীল হয়েছে, আরো গতিশীল করতে হবে। মাঠ প্রশাসনে ২৫০ বছর আগের পদবি নিয়ে আমরা এখনও চলছি। বিষয়গুলো আমরা বিবেচনায় নিয়েছি। আশা করি, আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারব।

শুভেচ্ছা ও মতবিনিময় সভায় অন্যদের মধ্যে স্থানীয় সরকার উপপরিচালক মোহাম্মদ আবদুল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্লাহ আল মাসউদ প্রমুখ ছাড়াও কিশোরগঞ্জ জেলার মাঠ প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর