কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের উন্নয়ন কাজ ও মসজিদ পরিদর্শন করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে তিনি জেলা শহরের হারুয়া এলাকায় অবস্থিত মহাবীর ঈশা খানের অধস্তন পুরুষ জিল কদর খার স্মৃতি বিজড়িত পাগলা মসজিদ পরিদর্শনে যান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সাথে ছিলেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রাষ্ট্রপতির বড় ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক, কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্লাহ আল মাসউদ, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল কাদির মিয়া, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, ধর্ম বিষয়ক সম্পাদক শামসুল ইসলাম খান মাসুম প্রমুখ।
এছাড়াও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি’র পরিদর্শনের সময় সেখানে উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি মসজিদের সম্প্রসারিত উন্নয়ন কাজ দেখে সন্তোষ প্রকাশ করেন এবং পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।