কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় জেডিসি পরীক্ষা দিচ্ছে দুই পরিবারের জমজ চার কন্যা

 স্টাফ রিপোর্টার | ১৪ নভেম্বর ২০১৯, বৃহস্পতিবার, ২:২৫ | এক্সক্লুসিভ 


পাকুন্দিয়ার উপজেলার একটি মাদরাসা থেকে দুই পরিবারের জমজ চার কন্যা এবারের জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় অংশ নিচ্ছে। তারা কেবল একটি মাদরাসার শিক্ষার্থী নয় এক গ্রামেরও বাসিন্দা। পাকুন্দিয়ার মঙ্গলবাড়ীয়া কামিল মাদরাসা কেন্দ্রে দুই পরিবারের জমজ এই চার কন্যা জেডিসি পরীক্ষা দিচ্ছে। বিষয়টি এলাকায় বেশ সাড়া জাগিয়েছে।

চমৎকার মিল রেখে তাদের নামও রাখা হয়েছে। এক পরিবারের জমজ দুই বোনের নাম হিরা আক্তার ও মুক্তা আক্তার। আরেক পরিবারের জমজ দুই বোনের নাম মালা আক্তার ও সাথী আক্তার।

হিরা ও মুক্তার বাবার নাম মো. জয়নাল মিয়া এবং মায়ের নাম মোসাম্মৎ সুরজাহান। অন্যদিকে মালা ও সাথীর বাবার নাম মো. সুলতান ভান্ডারী এবং মায়ের নাম মুর্শিদা খাতুন।

তাদের বাড়ি পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামে। এক গ্রামে বাড়ি হওয়ার সুবাদে দুই পরিবারের জমজ এই চার কন্যাই পরস্পরের পরিচিত।

খোঁজ নিয়ে জানা গেছে, একসঙ্গে যেমন হিরা ও মুক্তার জন্ম, তেমনি একসঙ্গেই তারা বেড়ে ওঠছে। পড়ছে একই মাদরাসা বিশ্বনাথপুর সালিমিয়া হুসানিয়া দাখিল মাদরাসার একই শ্রেণিতে।

আবার মালা ও সাথীর জন্ম ও বেড়ে ওঠা একই সঙ্গে। তারাও পড়ছে একই মাদরাসা বিশ্বনাথপুর সালিমিয়া হুসানিয়া দাখিল মাদরাসায়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর