কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে তিন শতাধিক দুস্থকে খাবার খাওয়ালেন পুলিশ সুপার

 স্টাফ রিপোর্টার | ১৮ মার্চ ২০২০, বুধবার, ৪:৫০ | বিশেষ সংবাদ 


মুজিববর্ষ উপলক্ষে কিশোরগঞ্জে তিন শতাধিক দুস্থ নারী, পুরুষ ও শিশুকে মধ্যাহ্নভোজ করিয়েছেন পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার)। বুধবার (১৮ মার্চ) দুপুরে পুলিশ লাইন্স ড্রিল শেডে তিনি তাদের হাতে দুপুরের খাবার তুলে দেন।

‘মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ এ স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জ জেলা পুলিশ দুস্থদের মাঝে এই খাবার বিতরণের আয়োজন করে।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) অনির্বান চৌধুরী, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা পুলিশ সূত্র জানায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে দুস্থদের সাথে আনন্দ ভাগাভাগি করে নিতে পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) এর উদ্যোগে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

মধ্যাহ্নভোজের জন্য তিন শতাধিক দুস্থ নারী, পুরুষ ও শিশুকে উন্নত মানের খাবার ও বোতলজাত পানীয় প্রদান করা হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর