কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে পুকুর ভরাটের প্রতিবাদে মহিলা পরিষদের মানববন্ধন

 স্টাফ রিপোর্টার | ১৮ মে ২০২৪, শনিবার, ১০:২৯ | কিশোরগঞ্জ সদর 


কিশোরগঞ্জ জেলা শহরের বত্রিশ হরিজন কলোনির মোড়ে পুকুর ভরাটের প্রতিবাদ ও রাস্তার পাশে ময়লা আবর্জনার স্তুপ অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ।

শনিবার (১৮ মে) বিকালে বাংলাদেশ মহিলা পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার পরিবেশ উপ-পরিষদের উদ্যোগে বত্রিশ হরিজন কলোনির মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মায়া ভৌমিক। এতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আতিয়া হোসেন।

কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন শিক্ষক সঞ্চিতা ভৌমিক, সাজ কাকলী প্রমুখ।

এছাড়া বাংলাদেশ মহিলা পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি চন্দনা দেবনাথ, প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট শংকরী রানী সাহা, ভারপ্রাপ্ত আন্দোলন সম্পাদক কামরুন্নাহার, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মনিকা দাস, সদস্য বন্দনা দত্ত, মনোয়ারা বেগম জলি, বিন্নগাঁও এলাকার সদস্য পাপিয়া পন্ডিত প্রমুখ বক্তব্য রাখেন।

কর্মসূচি সঞ্চালনা করেন বাংলাদেশ মহিলা পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার জলবায়ূ ও পরিবেশ সম্পাদক বনশ্রী সরকার লাভলী।

মানববন্ধন কর্মসূচি শেষে র্যা লি করে বত্রিশ এলাকা প্রদক্ষিণ করা হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর