কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে তিন শতাধিক হতদরিদ্র পরিবারকে খাদ্য সহায়তা প্রদান

 স্টাফ রিপোর্টার | ২৩ এপ্রিল ২০২০, বৃহস্পতিবার, ১০:৩৬ | কিশোরগঞ্জ সদর 


কিশোরগঞ্জে করোনা দুর্যোগে কর্মহীন ও হতদরিদ্র তিন শতাধিক পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে সওদাগর সমাজ কল্যাণ সমিতি, ভোরের আলো সাহিত্য আসর ও সমাজসেবক সিরাজ উদ্দিন সিরাজ।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকালে জেলা শহরের হারুয়া এলাকায় সওদাগর সমাজ কল্যাণ সমিতি প্রাঙ্গণে এসব খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি হাজী মো. আবু সাঈদ, সাধারণ সম্পাদক শাহীন আহমেদ কাশেম, ভোরের আলো সাহিত্য আসরের প্রতিষ্ঠাতা মো. রেজাউল হাবীব রেজা, সভাপতি মো. আজিজুর রহমান, সাধারণ সম্পাদক মো. আমিনুল হক সাদী, সহ-সাংগঠনিক সম্পাদক রেহান উদ্দিন রেহান, শাহীন প্রমুখ।

সংগঠন দু’টির দায়িত্বশীলগণ জানিয়েছেন, করোনা দুর্যোগে কর্মহীন এলাকার হত দরিদ্রদের বাড়িতে বাড়িতে গিয়ে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

জনপ্রতি খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ১২ কেজি চাল, ৪ কেজি আটা ও ২ কেজি আলু।

এসব খাদ্য সহায়তা পেয়ে উপকারভোগীরা সংশ্লিষ্টদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর