কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


অসহায় রোগীর অপারেশনে অর্থ সহায়তা দিয়েছে ‘এসো পাশে দাঁড়াই’

 স্টাফ রিপোর্টার | ২১ জুন ২০২০, রবিবার, ১১:৪১ | সংগঠন সংবাদ 


একজন অসহায় রোগীর অপারেশনের খরচ হিসেবে ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে কিশোরগঞ্জের সামাজিক সংগঠন ‘এসো পাশে দাঁড়াই’।

সংগঠনটির পক্ষ থেকে রোববার (২১ জুন) অসহায় রোগী মো. জাকারিয়া রাজু’র পিতা খোকন মিয়ার হাতে নগদ এই আর্থিক সহায়তা তুলে দেয়া হয়।

খোকন মিয়া ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার গাংগাইল গ্রামের বাসিন্দা।

এ সময় গাংগাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আশরাফুজ্জামান খোকন, ২ নং ওয়ার্ডের মেম্বার আফতাব উদ্দিন, ‘এসো পাশে দাঁড়াই’ সামাজিক সংগঠনের সভাপতি আজহারুল ইসলাম সোহাগ, সিনিয়র সহ-সভাপতি জাহিদুল হক শরীফ, সাধারণ সম্পাদক এনামুল হক, সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমেদ, প্রচার সম্পাদক মাকসুদুর রহমান কনক, সহ-তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. আতাহার আলী, কার্যকরী সদস্য সুমন আহমেদ শিবলু, বায়েজিদ বোস্তামী প্রমুখ উপস্থিত ছিলেন।

সংগঠনের সভাপতি আজহারুল ইসলাম সোহাগ বলেন, আমাদের সংগঠনের প্রত্যেক জন সদস্য সুনাগরিকের মনমানসিকতা নিয়ে দেশের আর্থসামাজিক সমস্যার সমাধান ও যেকোনো দুর্যোগ নিরসনে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে সদা সর্বদা প্রস্তুত।

করোনা মহামারীতে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলায় জনসচেতনতামূলক কার্যক্রম চালানোর পাশাপাশি অসহায় ও দরিদ্র মানুষজনকে আর্থিক সহায়তা প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে।

এছাড়া নিজেদের মধ্যে আন্তরিকতার সম্পর্ক সৃষ্টি, একে অন্যের বিপদে এগিয়ে আসা এবং সমাজের উন্নয়নমূলক কাজ করার লক্ষ্য নিয়ে সংগঠনটি এগিয়ে যাচ্ছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর