কিশোরগঞ্জের হোসেনপুরে মালালা ফান্ডের গার্লস ফান্ডের প্রকল্প পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ফ্যামিলি টাইস ফর উইমেন ডেভেলাপমেন্ট এর আয়োজনে হোসেনপুর উপজেলা হলরুমে এ প্রকল্প পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডল। প্রকল্প পরিচিতি সভায় সভাপতিত্ব করেন ফ্যামিলি টাইসের নির্বাহী পরিচালক খুজিস্থা বেগম জোনাকী।
এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাশিতা তুল ইসলাম, হোসেনপুর থানার ওসি আসাদুজ্জামান টিটু, উপজেলা শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ এবং হোসেনপুর প্রেসক্লাবের সভাপতি প্রদীপ কুমার সরকার।
অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক শামীমা বেগম রিমা। এতে প্রজেক্ট এর কার্যক্রম তুলে ধরেন প্রোগ্রাম অফিসার আনোয়ার হোসেন।
প্রকল্প পরিচিতি সভায় তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের চল্লিশ জন অভিভাবক, শিক্ষার্থী এবং বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্যগণ উপস্থিত ছিলেন।
এছাড়া প্রকল্পের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
নারী শিক্ষার্থীদের গুণগত শিক্ষা, বল্যবিবাহ রোধ এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ফ্যামিলি টাইস মোট ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানে মালালা ফান্ডের কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।