কিশোরগঞ্জে নিরাপদ সড়ক চাই (নিসচা) জেলা শাখার কার্যকরী কমিটি ও সাধারণ সদস্যদের মাঝে পরিচয়পত্র (আইডি কার্ড) বিতরণ করা হয়েছে। রবিবার (৩১ মার্চ) বিকালে কিশোরগঞ্জ পৌরসভা মিলনায়তনে এসব পরিচয়পত্র বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসাবে নিরাপদ সড়ক চাই (নিসচা) কিশোরগঞ্জ জেলা শাখার কার্যকরী কমিটি ও সাধারণ সদস্যদের কাছে পরিচয়পত্র হস্তান্তর করেন নিসচা জেলা শাখার উপদেষ্টা ও কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ।
নিরাপদ সড়ক চাই (নিসচা) কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ফিরোজ উদ্দীন ভূঁইয়ার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন নিসচা জেলা শাখার উপদেষ্টা ও কিশোরগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোছা. বিলকিছ বেগম।
নিরাপদ সড়ক চাই (নিসচা) কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক ফারুকুজ্জামানের সঞ্চালনায় পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা শাখার অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. কামরুল হাসান বাদল, সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শফিউল আলম জিএম আরজু, সাংবাদিক আলী রেজা সুমন, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শাহ মো. আশ্রাফ উদ্দিন দুলাল, দুর্ঘটনা বিষয়ক সম্পাদক তাসলিমা আক্তার মিতু, প্রচার সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক মো. হুমায়ুন আহমেদ, যুব বিষয়ক সম্পাদক মো. হুমায়ুন কবির, মহিলা বিষয়ক সম্পাদক ডা. মাহফুজা সুলতানা রুমা, কার্যকরী সদস্য বুলবুল আহমেদ, সাংবাদিক আমিনুল হক সাদী, এম এ আকবর খন্দকার, মেহেদি হাসান বাদশা, মো. জাহাঙ্গীর শাহ্ বাদশাহ্, মো. রোবেল মিয়া প্রমুখসহ সংগঠনের সাধারণ সদস্যগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তৃতায় পৌর মেয়র মাহমুদ পারভেজ বলেন, নিরাপদ সড়ক চাই একটি সামাজিক আন্দোলন। সড়ক পরিবহন খাতে নিয়ম-শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে ‘নিরাপদ সড়ক চাই' (নিসচা) খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বক্তৃতায় তিনি নিরাপদ সড়ক বাস্তবায়নে অবদান রাখার জন্য নিসচার প্রতিষ্ঠাতা সভাপতি ইলিয়াস কাঞ্চনের ভূয়সী প্রশংসা করেন।
মেয়র পারভেজ বলেন, যেহেতু চেয়ারম্যানের জেলা কিশোরগঞ্জ তাই এখানে সংগঠনকে আরো শক্তিশালী ভূমিকা রাখতে হবে। কিশোরগঞ্জে ব্যতিক্রম কিছু করতে হবে। যেন সারা বাংলাদেশে নিসচা’র রোল মডেল হিসাবে আবির্ভূত হয় কিশোরগঞ্জ জেলা শাখা।
নিসচা জেলা শাখার নেতৃবৃন্দের উদ্দেশ্যে মেয়র পারভেজ বলেন, আপনারা সবসময় আমার সার্বিক সহযোগিতা পাবেন। আপনারা নিয়মিত কর্মসূচি চালিয়ে গেলে মানুষ সচেতন হবে এবং সড়কে বিশৃঙ্খলা ও দুর্ঘটনা অবশ্যই কমে আসবে।
সভাপতির বক্তৃতায় নিরাপদ সড়ক চাই (নিসচা) কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ফিরোজ উদ্দীন ভূঁইয়া বলেন, বিগত দিনে আমরা সচেতনতামূলক অনেক কাজ করেছি। শহরের বিভিন্ন রাস্তা ও অলিগলিতে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের নিয়ে রোড সেফটি সচেতনতামূলক কর্মশালা করেছি। আগামী দিনেও এসব কর্মসূচি আরো ব্যাপক আকারে নেয়া হবে।