কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কর্মস্থলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মারা গেলেন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আতিকুর

 স্টাফ রিপোর্টার | ৬ ডিসেম্বর ২০২০, রবিবার, ২:৫৬ | বিশেষ সংবাদ 


মোটর সাইকেলযোগে কর্মস্থলে যাওয়ার পথে কিশোরগঞ্জের করিমগঞ্জে অজ্ঞাত এক ঘাতক যানের চাপায় ইটনা উপজেলার বাদলা ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তা সৈয়দ আতিকুর রহমান (৪৬) নিহত হয়েছেন।

রোববার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কিশোরগঞ্জ-চামড়াবন্দর সড়কে উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের মনসন্তোষ এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।

নিহত ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা সৈয়দ আতিকুর রহমান কিশোরগঞ্জ জেলা শহরের নগুয়া এলাকার সৈয়দ আবু সাহিদের ছেলে। তিনি নিকলী উপজেলার ধারীশ্বর গ্রামের ঐতিহ্যবাহী সৈয়দ বাড়ির সন্তান।

করিমগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জেলা শহরের নগুয়ার বাসা থেকে রোববার (৬ ডিসেম্বর) সকালে মোটর সাইকেলযোগে সৈয়দ আতিকুর রহমান ইটনা উপজেলার বাদলায় কর্মস্থলে যাচ্ছিলেন।

পথে কিশোরগঞ্জ-চামড়াবন্দর সড়কে করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের মনসন্তোষ এলাকায় বেপরোয়া গতির একটি অজ্ঞাত যান মোটর সাইকেলটিকে চাপা দিলে হেলমেট ভেঙ্গে সৈয়দ আতিকুর রহমান মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন।

তাকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে সকাল ১০টার দিকে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরে নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

আনুমানিক সকাল সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনার সময় প্রত্যক্ষদর্শী কাউকে পাওয়া যায়নি। ফলে ঘাতক যানের বিষয়ে কোন তথ্য পাওয়া যায়নি বলে ওসি জানিয়েছেন।

সৈয়দ আতিকুর রহমান মৃত্যুকালে স্ত্রী এবং ৮ম শ্রেণি পড়ুয়া এক কন্যা সন্তান রেখে গেছেন বলে তার সহকর্মীরা জানিয়েছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর