কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে মাস্ক না পরে আক্কেল সেলামি দিলেন ব্যবসায়ীসহ ৪৬ ব্যক্তি

 স্টাফ রিপোর্টার | ৮ ডিসেম্বর ২০২০, মঙ্গলবার, ১০:১৫ | বিশেষ সংবাদ 


শীত মৌসুমে কোভিড-১৯ সংক্রমণের সম্ভাব্য সেকেন্ড ওয়েভ মোকাবিলায় সরকারি নির্দেশনা অনুযাযী মুখে মাস্ক ব্যবহার না করে কিশোরগঞ্জে ব্যবসায়ীসহ ৪৬ ব্যক্তি আক্কেল সেলামি দিয়েছেন। তাদেরকে মোট দুই হাজার ৮শ’ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীর নির্দেশনা অনুযায়ী কিশোরগঞ্জ শহরের বটতলা মোড়, গাইটাল, কালিবাড়ী মোড়, স্টেশন রোড, গৌরাঙ্গ বাজার, রথখলা ও বড়বাজারে বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে তাদের এই জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা কালেক্টরেটের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. উবায়দুর রহমান সাহেল এবং শফিকুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে শহরের বটতলা মোড়, গাইটাল, কালিবাড়ী মোড়, স্টেশন রোড, গৌরাঙ্গ বাজার, রথখলা ও বড়বাজারে মাস্ক পরিধান না করায় বিভিন্ন ফার্মেসী, ব্যবসা প্রতিষ্ঠান, ক্লিনিক, দোকানের ব্যবসায়ী ও পথচারীসহ মোট ৪৬ জনকে দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় দুই হাজার ৮শ’ টাকা অর্থদণ্ড করা হয়।

এ সময় সকল দোকান মালিকসহ ব্যবসায়ীদের করোনা ভাইরাস থেকে নিজেদের সুরক্ষা ও ক্রেতাসাধারণের সুরক্ষা নিশ্চিত করার জন্য আবশ্যিকভাবে মাস্ক পরিধানের নির্দেশনা দেয়া হয়।

কিশোরগঞ্জ জেলা পুলিশের একটি টিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তা করেন।

জনস্বার্থে জেলা প্রশাসনের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর