কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে পলিথিন ব্যবসায়ীর জরিমানা

 স্টাফ রিপোর্টার | ১৪ ডিসেম্বর ২০২০, সোমবার, ৬:০৩ | বিশেষ সংবাদ 


কিশোরগঞ্জে সরকার নিষিদ্ধ অবৈধ পলিথিন মজুদ ও বাজারজাত করার অপরাধে ‘মা বাবা এন্টারপ্রাইজ’ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৪ ডিসেম্বর) বিকালে কিশোরগঞ্জ জেলা শহরের বাণিজ্যকেন্দ্র বড়বাজারের গাজী মার্কেটে অভিযান পরিচালনা করে ব্যবসাপ্রতিষ্ঠানটি থেকে সাড়ে ৭শ’ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়।

এ সময় দোকান মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহামুদুল হাসান।

র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন, জেলা কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহামুদুল হাসান এবং পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট কাজী সুমন এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের লে. কমান্ডার এম শোভন খান বিএন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৪ ডিসেম্বর) বিকালে শহরের বড়বাজার গাজী মার্কেটের মা বাবা এন্টারপ্রাইজে তারা অভিযান পরিচালনা করেন।

অভিযানে দোকানটি থেকে সাড়ে ৭শ’ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়।

এ সময় অবৈধ পলিথিন মজুদ ও বাজারজাত করার অপরাধে দোকানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর